www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আয়েশা নামা-১৩

আমি চাই আমার দুহাতে কয়লাখনির কালো দাগের বিনিময়েও তার হাতে থাকুক নেলপলিশ।।

আসমানী জোছনা যখন পূর্ণিমা তিথিতে নাফিসা হলের জানালা ভেদ করে ঘুমন্ত আয়েশার উপর প্রতিফলিত হয়।।
লজ্জাবনত হয়ে ফিরে যায় আসমানী জোছনা।।

স্বর্গীয় সৌন্দর্যে বিভোর জোছনা
বঙ্গদেশের কিশোরীর সৌন্দর্য দেখে তার সমস্ত ঐশ্বর্য বিসর্জন দিয়ে অন্ধকারে লুকিয়ে ফেলে নিজেকে।।।
পৃথিবী অনির্দিষ্টকালের জন‍‍্য অমাবস‍‍্যায় ছেয়ে যেতে থাকে।।

কাচিঝুলি মসজিদের পেশ ইমাম ফতোয়া দেয়,
কেয়ামত সন্নিকটে।।।।। উম্মাহর দরকার বেশি বেশি ইস্তেগফার।।।।। আল্লাহুম্মাগ ফিরলি।।।।।।

হীরক রাণীর উন্মুক্ত কারাগারের মধ‍্যেও আরেক কারাগার
কলেজ রোডে গড়িয়া উঠিবে তাহাই বা কে জানিত। যেখানে আমার নেই কোনো প্রবেশাধিকার।।

মাগরিবের আযানের একপ্রহর পর অগ্রসরমান যুবকের নিঃশব্দ পায়চারি। মনে চায় ডাক দেই তারে,শত আবেগমিশ্রিত মধুমাখা নাম

আয়েশা!আয়েশা!🌸
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ২১/০৪/২০২৪
    অসংখ্য ধন্যবা্‌খুবই সুন্দর মুগ্ধতা রইলো।
  • সুন্দর
  • অপূর্ব
  • ফয়জুল মহী ০৮/০১/২০২৪
    অসাধারণ উপস্থাপন করেছেন
 
Quantcast