www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাফুয়ানের বাবা

আয়েশার সঙ্গে আমার বিয়ে হয়েছে দুবছর হলো।
নারী মাত্রই মাতৃত্বের স্বাদ উপভোগ করবে এটাই স্বাভাবিক। সবাইকে খুশি করে আয়েশার কোল জুড়ে আসলো ছোট্ট সাফুয়ান।।।

আগে শুধু আয়েশার মুখের দিকে তাকিয়ে আমার দিন শেষের সমস্ত ক্লান্তি দুর হয়ে যেত।
এখন নতুন করে যুক্ত হয়েছে সাফুয়ান।।। এখন এসে দুজনকেই কপালে চুমু খাই। আমার শান্তি লাগে।
যেটাকে বলে দুনিয়াতে বসেই জান্নাতের সুখলাভ।

নির্বাচনের মৌসুম। হাতে টাকা পয়সা নেই বললেই চলে। নতুন বাজারের ছাপাখানার চাকরিটাও চলে গেল। মালিক বিরোধীদল করে বিধায় কোর্ট কাচারি দৌড়াদৌড়িতে দোকান প্রায়শই বন্ধ থাকে।।।


প্রিন্স আগা খান নতুন একটা কাজ দিয়েছে। করতে পারলেই নগদ দু লাখ টাকা পাব।
এই টাকা দিয়ে আয়েশার জন‍্য একজোড়া কানের দুল আর বাচ্চার জন‍্য জিনিসপত্র আর বাকি টাকা ধীরে ধীরে ব‍্যয় হবে ভাবছি।

আমার হাতে এখনো বারুদের ঘ্রাণ। এসেই আয়েশা ও সাফুয়ানকে চুমু খেলাম।
যিনি মানুষ খুন করতে পারে তিনি আবার মানুষকে পরক্ষণেই চুমু দেয় কিভাবে। বুঝে আসেনা
সত‍্যিই সেলুকাস! বড় বিচিত্র এই দেশ।

আর বাবারা কিভাবে খুনি হয়!
আমি যে খুন করে এসেছি আয়েশা অবশ‍‍্য জানেনা।
কারণ ও বিশ্বাস করে যেই হাত দিয়ে আমি ওদের আদর করি সেই হাত দিয়ে এই ধরনের কাজ কখনোই করব না ।। করতে পারিনা।

বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে আয়েশা!
আর দোয়া পড়ছে....
রাব্বানা আত্বিনা ফিদ্দুনিয়া হাসানাতাও...........!
আমি অপলক চেয়ে চেয়ে দেখছি তাদের।


অতঃপর অভিমানি জোছনা হয়ে লুকিয়ে যাই চাঁদেরি আড়ালে.....!
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জীবন এক কণ্টক।
  • বেশ ভাবনাময়
  • শুভজিৎ বিশ্বাস ২৫/১২/২০২৩
    দারুন হয়েছে
  • নির্মম বাস্তবতা!
  • ফয়জুল মহী ২৩/১২/২০২৩
    অসামান্য লেখনশৈলী
 
Quantcast