আয়েশা নামা-১১
৪ ঘন্টার একটানা পরীক্ষা শেষ হওয়া মানেই আয়েশার সদ্য কারামুক্ত কয়েদির মতো আনন্দোচ্ছ্বাস।।
তার মতো খুশি যেন এই মূহুর্তে আর কেউ নেই।
নির্বাচনের পর আবার ২য় বর্ষের ভর্তি এবং ক্লাস শুরু হবে।
পুরো ডিসেম্বর -জানুয়ারি লম্বা বন্ধ।
বাড়িতে যাবার পূর্বে আয়েশার শখ সে ময়মনসিংহ শহরে আমার সাথে রিক্সায় ঘুরবে।।
টাউনহল থেকে পার্ক পেড়িয়ে তারপর কাচারী ঘাট হয়ে ভার্সিটির আমবাগান ঘুরে আবার ফিরে আসতে চায় নাফিসা হলে। এই হলো গিয়ে আমাকে নিয়ে তার মহাপরিকল্পনা।
সেই সুবাদেই তার কানে ক্যাম্পাসের হলুদ কসমস গুজে দিয়ে ঘুরছি আমরা এ রাস্তা পেরিয়ে ও রাস্তা।।
সারাদিনব্যাপী ঘুরাঘুরির পর আয়েশাকে বললাম,
রিকশায় উঠে যে ভ্লগ করেছো, রিক্সাওয়ালার অনুমতি নিয়েছো? আয়েশা?🙄
আয়েশা চেয়ে আছে স্তম্ভিত হয়ে, কিছু না বলেই চলে যেতে চাচ্ছে, আমি হেসে হেসে বলছি, এই মেয়ে রিক্সা ভাড়াটা দিয়ে গেলেনা?।।।😁
ভালোবাসার মানুষকে হাসাতে যেমন ভালো লাগে, তেমনি টলমলে চোখযুগল দেখতেও ভালো লাগে।।🤭
আয়েশার অভিমান ভরা রক্তিম গাল দেখার মধ্যে পৈশাচিক একটা আনন্দ আছে। আমার ভালো লাগে।
ফোন বন্ধ করে রেখেছে সে । নিশ্চয়ই এই মূহুর্তে বারান্দায় দাড়িয়ে অপলক মাঠের দিকে চেয়ে আছে মেয়েটা।। কি যে করে!জানি একটা কবিতা আবৃত্তি করে শুনালেই তার অভিমানি মনটা ভালো হয়ে যাবে ।
অভিমানী আয়েশা!
আপনার কথা মনে পড়ছে খুব!
আয়েশা!
তার মতো খুশি যেন এই মূহুর্তে আর কেউ নেই।
নির্বাচনের পর আবার ২য় বর্ষের ভর্তি এবং ক্লাস শুরু হবে।
পুরো ডিসেম্বর -জানুয়ারি লম্বা বন্ধ।
বাড়িতে যাবার পূর্বে আয়েশার শখ সে ময়মনসিংহ শহরে আমার সাথে রিক্সায় ঘুরবে।।
টাউনহল থেকে পার্ক পেড়িয়ে তারপর কাচারী ঘাট হয়ে ভার্সিটির আমবাগান ঘুরে আবার ফিরে আসতে চায় নাফিসা হলে। এই হলো গিয়ে আমাকে নিয়ে তার মহাপরিকল্পনা।
সেই সুবাদেই তার কানে ক্যাম্পাসের হলুদ কসমস গুজে দিয়ে ঘুরছি আমরা এ রাস্তা পেরিয়ে ও রাস্তা।।
সারাদিনব্যাপী ঘুরাঘুরির পর আয়েশাকে বললাম,
রিকশায় উঠে যে ভ্লগ করেছো, রিক্সাওয়ালার অনুমতি নিয়েছো? আয়েশা?🙄
আয়েশা চেয়ে আছে স্তম্ভিত হয়ে, কিছু না বলেই চলে যেতে চাচ্ছে, আমি হেসে হেসে বলছি, এই মেয়ে রিক্সা ভাড়াটা দিয়ে গেলেনা?।।।😁
ভালোবাসার মানুষকে হাসাতে যেমন ভালো লাগে, তেমনি টলমলে চোখযুগল দেখতেও ভালো লাগে।।🤭
আয়েশার অভিমান ভরা রক্তিম গাল দেখার মধ্যে পৈশাচিক একটা আনন্দ আছে। আমার ভালো লাগে।
ফোন বন্ধ করে রেখেছে সে । নিশ্চয়ই এই মূহুর্তে বারান্দায় দাড়িয়ে অপলক মাঠের দিকে চেয়ে আছে মেয়েটা।। কি যে করে!জানি একটা কবিতা আবৃত্তি করে শুনালেই তার অভিমানি মনটা ভালো হয়ে যাবে ।
অভিমানী আয়েশা!
আপনার কথা মনে পড়ছে খুব!
আয়েশা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০২৩বেশ ভালো
-
ফয়জুল মহী ২৫/১১/২০২৩চমৎকার