আয়েশা নামা -৯
স্বপনে আজ আবারো আয়েশাকে দেখলাম।
যেন হৃদয়ের পথ থেকে কক্ষচ্যুত হয়ে যাচ্ছে এক নক্ষত্র।।। আমি চেয়ে দেখছি পৃথিবীর জমিনে বসে অপলক এক সন্ধ্যায়।।
তরুণীকে সাজিয়ে শেষ করা মাত্রই
বসিয়ে দেওয়া হয়েছে হলুদ সন্ধ্যার চকিতে অনেকটা নির্বাক সে, মনে হচ্ছে তার অনুমতি ছাড়া কিছু একটা হচ্ছে।।।
হলুদ বসনে তার কপোলে কে যেন সদ্য মাখিয়ে দিয়েছে ইকটুখানি হলুদবাটা।
গাঁদাগুচ্ছ দিয়ে তার কেশরাজির সৌন্দর্যবর্ধন করা হয়েছে।।।।
আফগান কাবুলিওয়ালার চকোলেট দেওয়ার মিথ্যা আশ্বাসে যে তরুণী পিছুপিছু দৌড়েছিল কয়েক ক্রোশ পথ, দিনশেষে খালি হাতে ফিরে এসে কাবুলিওয়ালার প্রতি তার যে অভিমান
মনে হচ্ছে সেই অভিমান আজ আয়েশার মধ্যে।।
ওদিকে কনুই গাছটার আবডালে একটা পাখি অভিমান করে বসে আছে।।।।। কার প্রতি তার এতো অভিমান!
জানতে ইচ্ছে করছে।
পাখিদেরও মতো আয়েশার অভিমান মুখ।
গ্রামের মহিলারা সমস্বরে গান গাইছে:------
"কাইল আমরার আয়শার বিবাহ হইবো।
বিবাহ হইবো.... বিবাহ হইবো।
হাসিয়া রঙ্গিলা আয়েশা পিঁড়িতে বসিবো।
বিবাহ হইবো.... বিবাহ হইবো।
আলতা পরিয়া চোখে কাজলও মাখিব
বিবাহ হইবো... বিবাহ হইবো।"
আয়েশা🥀
আমার মানুষ জন্ম ব্যর্থ হয়ে যায়।।।
যেন হৃদয়ের পথ থেকে কক্ষচ্যুত হয়ে যাচ্ছে এক নক্ষত্র।।। আমি চেয়ে দেখছি পৃথিবীর জমিনে বসে অপলক এক সন্ধ্যায়।।
তরুণীকে সাজিয়ে শেষ করা মাত্রই
বসিয়ে দেওয়া হয়েছে হলুদ সন্ধ্যার চকিতে অনেকটা নির্বাক সে, মনে হচ্ছে তার অনুমতি ছাড়া কিছু একটা হচ্ছে।।।
হলুদ বসনে তার কপোলে কে যেন সদ্য মাখিয়ে দিয়েছে ইকটুখানি হলুদবাটা।
গাঁদাগুচ্ছ দিয়ে তার কেশরাজির সৌন্দর্যবর্ধন করা হয়েছে।।।।
আফগান কাবুলিওয়ালার চকোলেট দেওয়ার মিথ্যা আশ্বাসে যে তরুণী পিছুপিছু দৌড়েছিল কয়েক ক্রোশ পথ, দিনশেষে খালি হাতে ফিরে এসে কাবুলিওয়ালার প্রতি তার যে অভিমান
মনে হচ্ছে সেই অভিমান আজ আয়েশার মধ্যে।।
ওদিকে কনুই গাছটার আবডালে একটা পাখি অভিমান করে বসে আছে।।।।। কার প্রতি তার এতো অভিমান!
জানতে ইচ্ছে করছে।
পাখিদেরও মতো আয়েশার অভিমান মুখ।
গ্রামের মহিলারা সমস্বরে গান গাইছে:------
"কাইল আমরার আয়শার বিবাহ হইবো।
বিবাহ হইবো.... বিবাহ হইবো।
হাসিয়া রঙ্গিলা আয়েশা পিঁড়িতে বসিবো।
বিবাহ হইবো.... বিবাহ হইবো।
আলতা পরিয়া চোখে কাজলও মাখিব
বিবাহ হইবো... বিবাহ হইবো।"
আয়েশা🥀
আমার মানুষ জন্ম ব্যর্থ হয়ে যায়।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৩/০৯/২০২৩দারুন
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৯/২০২৩অনিন্দ্যসুন্দর। চম্যৎকার।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৯/২০২৩অনবদ্য
-
আলমগীর সরকার লিটন ১৮/০৯/২০২৩সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০৯/২০২৩অন্তিমে বহ্নিমান বিরহ মনে হলো!
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২৩চমৎকার লিখেছেন