www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুরভী নামা-৫

সুরভী তুমি সুন্দরী,☘
আমি হাজারের মধ‍্যে তোমারে বাছিয়াছি।

তোমার আমার মধ‍্যকার সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক হলো, দুইজনের মনের অব‍্যক্ত কথাগুলো আমরা অল্পতেই বুঝতে পারি। যার ফলে দশজনের মতো ইকটু পরপর প‍্যাচঁ লাগে না।😌

যেইদিন তোমারে প্রথম দেখছি সেইদিনও দুর্গাপুরে ট্রাকের জ‍্যাম আছিলো, আজোও আছে! 🥰শশ্মানের কৃষ্ণচূড়াগুলো আজোও অম্লান হইয়া ফুটিয়া থাকে। কিছুই তো বদলাইনাই।🖤
সাফল্যের সংজ্ঞা তো তুমি অনেক আগে থেইকাই জানো। তাহলে সামান‍‍্য বিষয় নিয়া এতো পেরেশান কিসের? যা ফলাফল হয় মানিয়া নিতে হইবে।

য‍ৌবনের মধ‍্যাহ্নে এসে সকল প্রেমিককেই পাষাণের মতো সিদ্ধান্ত নিতে হয়।
"উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ
শুধু যদি নারীকে সাজাই"।-হাফিজ

পদ্মাসেতুতে দাড়িয়ে কোনো এক তিমির রজনী তোমার আমার জোৎস্না দেখার শখটা আপাতত জাদুঘরে তুলিয়া রাখলাম। হয়তো কোনো একদিন....¿

তোমার আবার টেনশন কিসের?
পেরেশান যতো আমার!
তোমার লাইগা কোনো এক বিসিএস সাহেব হয়তো মনের মধ‍্যে স্বপ্ন বুনতেছে।
তুমি ঘুমাও। যদিও লোডশেডিং এ তোমার ঘুমের সমস্যা হচ্ছে ইদানিং।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৪২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপূর্ব লেখা
  • শুভজিৎ বিশ্বাস ১১/০১/২০২৩
    দারুন লিখেছেন।
  • ভালো লেগেছে।
  • শ.ম. শহীদ ১৩/১১/২০২২
    খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
  • বেশ সুন্দর লিখেছেন!
  • ভালো লিখেছেন।
  • ফয়জুল মহী ০৯/১১/২০২২
    অকৃত্রিম ভালোবাসা সবার জীবনে আসুক।
 
Quantcast