সুরভী নামা-৫
সুরভী তুমি সুন্দরী,☘
আমি হাজারের মধ্যে তোমারে বাছিয়াছি।
তোমার আমার মধ্যকার সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক হলো, দুইজনের মনের অব্যক্ত কথাগুলো আমরা অল্পতেই বুঝতে পারি। যার ফলে দশজনের মতো ইকটু পরপর প্যাচঁ লাগে না।😌
যেইদিন তোমারে প্রথম দেখছি সেইদিনও দুর্গাপুরে ট্রাকের জ্যাম আছিলো, আজোও আছে! 🥰শশ্মানের কৃষ্ণচূড়াগুলো আজোও অম্লান হইয়া ফুটিয়া থাকে। কিছুই তো বদলাইনাই।🖤
সাফল্যের সংজ্ঞা তো তুমি অনেক আগে থেইকাই জানো। তাহলে সামান্য বিষয় নিয়া এতো পেরেশান কিসের? যা ফলাফল হয় মানিয়া নিতে হইবে।
যৌবনের মধ্যাহ্নে এসে সকল প্রেমিককেই পাষাণের মতো সিদ্ধান্ত নিতে হয়।
"উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ
শুধু যদি নারীকে সাজাই"।-হাফিজ
পদ্মাসেতুতে দাড়িয়ে কোনো এক তিমির রজনী তোমার আমার জোৎস্না দেখার শখটা আপাতত জাদুঘরে তুলিয়া রাখলাম। হয়তো কোনো একদিন....¿
তোমার আবার টেনশন কিসের?
পেরেশান যতো আমার!
তোমার লাইগা কোনো এক বিসিএস সাহেব হয়তো মনের মধ্যে স্বপ্ন বুনতেছে।
তুমি ঘুমাও। যদিও লোডশেডিং এ তোমার ঘুমের সমস্যা হচ্ছে ইদানিং।
আমি হাজারের মধ্যে তোমারে বাছিয়াছি।
তোমার আমার মধ্যকার সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক হলো, দুইজনের মনের অব্যক্ত কথাগুলো আমরা অল্পতেই বুঝতে পারি। যার ফলে দশজনের মতো ইকটু পরপর প্যাচঁ লাগে না।😌
যেইদিন তোমারে প্রথম দেখছি সেইদিনও দুর্গাপুরে ট্রাকের জ্যাম আছিলো, আজোও আছে! 🥰শশ্মানের কৃষ্ণচূড়াগুলো আজোও অম্লান হইয়া ফুটিয়া থাকে। কিছুই তো বদলাইনাই।🖤
সাফল্যের সংজ্ঞা তো তুমি অনেক আগে থেইকাই জানো। তাহলে সামান্য বিষয় নিয়া এতো পেরেশান কিসের? যা ফলাফল হয় মানিয়া নিতে হইবে।
যৌবনের মধ্যাহ্নে এসে সকল প্রেমিককেই পাষাণের মতো সিদ্ধান্ত নিতে হয়।
"উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ
শুধু যদি নারীকে সাজাই"।-হাফিজ
পদ্মাসেতুতে দাড়িয়ে কোনো এক তিমির রজনী তোমার আমার জোৎস্না দেখার শখটা আপাতত জাদুঘরে তুলিয়া রাখলাম। হয়তো কোনো একদিন....¿
তোমার আবার টেনশন কিসের?
পেরেশান যতো আমার!
তোমার লাইগা কোনো এক বিসিএস সাহেব হয়তো মনের মধ্যে স্বপ্ন বুনতেছে।
তুমি ঘুমাও। যদিও লোডশেডিং এ তোমার ঘুমের সমস্যা হচ্ছে ইদানিং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০১/২০২৪অপূর্ব লেখা
-
শুভজিৎ বিশ্বাস ১১/০১/২০২৩দারুন লিখেছেন।
-
মোঃ মেহেদী হাসান মান্না ০৩/১২/২০২২ভালো লেগেছে।
-
শ.ম. শহীদ ১৩/১১/২০২২খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
বোরহানুল ইসলাম লিটন ১১/১১/২০২২বেশ সুন্দর লিখেছেন!
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০২২ভালো লিখেছেন।
-
ফয়জুল মহী ০৯/১১/২০২২অকৃত্রিম ভালোবাসা সবার জীবনে আসুক।