অপরুপা
পাপড়ি সম ওই আলতো অধর,
কী সুখের ছোয়া দেয় বুকের ভিতর।
আনন্দে মাতোয়ারা হৃদয় কানন,
ভুলে গেলে তোমাকে বাঁচেনা জীবন।
গালের তিলটা যেন এক রাশ ফুল,
করে দেয় এলোমেলো মন যে আকুল।
চোখের তারায় দৃষ্টি নীরব
যেখানে দেখেছি সুখের কলরব।
কী সুখের ছোয়া দেয় বুকের ভিতর।
আনন্দে মাতোয়ারা হৃদয় কানন,
ভুলে গেলে তোমাকে বাঁচেনা জীবন।
গালের তিলটা যেন এক রাশ ফুল,
করে দেয় এলোমেলো মন যে আকুল।
চোখের তারায় দৃষ্টি নীরব
যেখানে দেখেছি সুখের কলরব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫অনেক রােমান্টিক। ভালো লাগলো।
-
মোঃওবায় দুল হক ১৮/০৫/২০১৪খুব সুন্দর লিখা।ভাল লাগল।
শুভ কামনা রইল -
অমর কাব্য ১৬/০৫/২০১৪সুন্দরের ঝর্ঝরিত
-
শারমিনা মাহমুদ ০৭/০৫/২০১৪Thanks. @all
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪লিখে যাও অবিরত।
চমৎকার লিখনী। -
সফিউল্লাহ আনসারী ০২/০৫/২০১৪তোমাকে বাঁচেনা জীবন !
দারুন ! -
মুনিরুল্লাহ রাইয়ান ০২/০৫/২০১৪দারুন লিখেন
-
সাইফুর রহমান ৩০/০৪/২০১৪khub valo laglo! Shuveccha roilo!
-
আশিক রহমান ২৯/০৪/২০১৪আহাহা কি আনন্দ আকাশে বাতাসে
-
সফিউল্লাহ আনসারী ২৮/০৪/২০১৪ভুলে গেলে তোমাকে বাঁচেনা জীবন।
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৪/২০১৪কবির মনের চমতকার ভাবনা কবিতাকে করেছে আর উজ্জ্বল। খুব ভাল লেগেছে।
-
এস,বি, (পিটুল) ২৮/০৪/২০১৪Valo hoyasa kobita ti.
-
পল্লব ২৮/০৪/২০১৪সুন্দর ছন্দোময় লেখা...
-
হুমায়ুন কবির ২৮/০৪/২০১৪অসাধারণ লিখেছেন। কমেন্ট করার জন্য এখানে আইডি করলাম।