তোমার মাঝেই
তোমার মনের বেলকনিতে
একটি ফুলের টব,
দেখবে যখন সেটা তুমি
পাবে আমার সব।
তোমার মাঝেই হাসি আমার
কান্না তোমার মাঝেই,
ছোঁয়া আমার পাবেই তুমি
তোমার চোখের ভাঁজেই।
একটি ফুলের টব,
দেখবে যখন সেটা তুমি
পাবে আমার সব।
তোমার মাঝেই হাসি আমার
কান্না তোমার মাঝেই,
ছোঁয়া আমার পাবেই তুমি
তোমার চোখের ভাঁজেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫বাহ! দারুন লিখেছেন।
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪সে তুমি কে বন্ধু?
-
আশিক রহমান ০৫/০৫/২০১৪ইশ, এমন করে কেউ যদি আমার জন্য ভাবত,
তাহলে জীবন টা সার্থক রুপে রুপ নিত। -
তিতলি ০৩/০৫/২০১৪খুব ভাল
-
সফিউল্লাহ আনসারী ৩০/০৪/২০১৪উপুড় হয়ে রাত
দুপুরে
কাব্য লেখার বান করি
নূপুর তুমার
ঝুমুর ঝুমুর
ছন্দে শূরা পান করি ! -
সফিউল্লাহ আনসারী ২৯/০৪/২০১৪abar porlam @ valo laglo !
-
শারমিনা মাহমুদ ২৮/০৪/২০১৪Thanks. @all
-
সফিউল্লাহ আনসারী ২৭/০৪/২০১৪তোমার মাঝেই হাসি আমার
কান্না তোমার মাঝেই,
darun ! -
এস,বি, (পিটুল) ২৬/০৪/২০১৪onik sundor
-
জোছনা ভেজা মন ২৬/০৪/২০১৪অসাধারন
-
অরণ্য ২৫/০৪/২০১৪সুন্দর লিখেছেন!