বিরহ
মাঝে মাঝে বড় একা মন হয়ে পড়ে
বিরহের অশ্রু চোখ বেয়ে ঝরে।
অনেকের মাঝে যারে ভেবে যাই বেশি
তার মনে নেই আমি তবু হাসিখুশি।
আকাশ পানে তাকাই যখন আধার রাতে আমি
সুখের স্মৃতি তাড়িয়ে বেড়ায় দুঃখ কান্না শুনি।
বিরহের অশ্রু চোখ বেয়ে ঝরে।
অনেকের মাঝে যারে ভেবে যাই বেশি
তার মনে নেই আমি তবু হাসিখুশি।
আকাশ পানে তাকাই যখন আধার রাতে আমি
সুখের স্মৃতি তাড়িয়ে বেড়ায় দুঃখ কান্না শুনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেনো পাই না.............
-
সফিউল্লাহ আনসারী ১৭/০৫/২০১৪মাঝে মাঝে বড় একা মন হয়ে পড়ে
দারুন লিখেছেন -
অমর কাব্য ১৬/০৫/২০১৪মুদ্রার এপিট-ওপিট
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪কেনো এত বিরহ?
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৫/২০১৪ভালোবাসা ও
শুভ কামনা রইলো বন্ধু....
.
sundor rocona....! -
শারমিনা মাহমুদ ২৮/০৪/২০১৪Yap
-
ফাহমিদা ফাম্মী ২৮/০৪/২০১৪বিরহ সত্যি কষ্ট দেয়