www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি শিশিরবিন্দু

সবকিছুরই একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে । যে মানুষটি ভালবেসে বিয়ে করে জীবন সংসারে বেঁচে থাকার স্বপ্ন দেখে,সে মানুষটিই আবার জনসমক্ষে তা অস্বীকার করে কিসের আশায় ? নিশ্চয়ই তার মনের পার্শ্বপ্রতিক্রিয়ার বলেই । হয়তো সে আর টান অনুভব করছেনা,কিংবা তুলনা করতে সক্ষম হয়েছে সেই মানুষটি কে অন্য কোন তৃতীয় পক্ষের সাথে ।হয়তো দু'জন দু'জনের অবস্থাটুকু বুঝতে সক্ষম হচ্ছেনা । তাই বলতে হচ্ছে অনেকটা বাধ্য হয়েই যে,যদি একজনকে নিয়ে জীবনে সুখী হতে হয়,তবে দুজন দুজনকে বুঝতে পারা আর দুজনের মধ্যে বোঝাপড়াটুকু করে নেয়াই উৎকৃষ্ট । সম্পর্ক গড়াটা যত কঠিন,ভেঙ্গে দেয়াটা অত কঠিন না । আর যে জিনিষ কঠিন না,সে জিনিষের যন্ত্রনাটুকু স্বভাবতই খুবই ভয়াবহ ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৯৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast