একটি শিশিরবিন্দু
সবকিছুরই একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে । যে মানুষটি ভালবেসে বিয়ে করে জীবন সংসারে বেঁচে থাকার স্বপ্ন দেখে,সে মানুষটিই আবার জনসমক্ষে তা অস্বীকার করে কিসের আশায় ? নিশ্চয়ই তার মনের পার্শ্বপ্রতিক্রিয়ার বলেই । হয়তো সে আর টান অনুভব করছেনা,কিংবা তুলনা করতে সক্ষম হয়েছে সেই মানুষটি কে অন্য কোন তৃতীয় পক্ষের সাথে ।হয়তো দু'জন দু'জনের অবস্থাটুকু বুঝতে সক্ষম হচ্ছেনা । তাই বলতে হচ্ছে অনেকটা বাধ্য হয়েই যে,যদি একজনকে নিয়ে জীবনে সুখী হতে হয়,তবে দুজন দুজনকে বুঝতে পারা আর দুজনের মধ্যে বোঝাপড়াটুকু করে নেয়াই উৎকৃষ্ট । সম্পর্ক গড়াটা যত কঠিন,ভেঙ্গে দেয়াটা অত কঠিন না । আর যে জিনিষ কঠিন না,সে জিনিষের যন্ত্রনাটুকু স্বভাবতই খুবই ভয়াবহ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫খাটি কথা। ভালো লাগলো।
-
এস,বি, (পিটুল) ০৭/০৫/২০১৪välø laglo kotha
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪ভালো লেগেছে পড়ে।
-
সুদীপ্তবিশ্বাস ১৫/০৪/২০১৪খুব সুন্দর । শুভ নববর্ষ ১৪২১ ।
-
তাইবুল ইসলাম ১৪/০৪/২০১৪আপনার লেখাটি ভালো লাগলো
-
সহিদুল হক ১৩/০৪/২০১৪যদি না থাকে বোঝাপড়া
চলবেই এ ভাঙা-গড়া।
ভাল লাগলো লেখাটি। -
স্বপন মাহমুদ ১৩/০৪/২০১৪Exactly. মানুষ তখনই অদ্ভূত হয়ে যায়,যখন সে নিজেই বুঝতে পারেনা তার কী করা উচিৎ আর কী করছে ।