পুষ্প কথনঃ দোপাটি ফুল
দোপাটি চমৎকার একটি ফুল।
এর ইংরেজি নাম Touch me not।
বৈজ্ঞানিক নাম Impatiens blasmina.
ফুলগুলো একক অথবা জোড়া হয়।
গোলাপি, লাল, বেগুনি, লাইলাক, আকাশি,
নীল, সাদাসহ আরো কয়েক রঙের ফুল হয়।
দোপাটির অনেকগুলো জাত রয়েছে।
এই ফুলটি শুধু বর্ষা নয়, গ্রীষ্মকালেও ফোটে।
মে-জুন মাসে লাগালে বর্ষায় ফুল পাওয়া যায়।
দোপাটি টবে লাগানো যায়।
সেজন্য বামন জাতের দোপাটিগুলো বেশি ভালো।
হাইব্রিড কিছু দোপাটি ইনডোর প্ল্যান্ট হিসেবে ঘরের ভেতরেও রাখা সম্ভব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ২৯/০৭/২০১৭👍👍
-
কামরুজ্জামান সাদ ২৩/০৭/২০১৭দোপাটি ফুল গাছের খুব ছোট একটি চারা আমার বাসাতেও ছিলো।কি এক অদ্ভুত কারণে শুকিয়ে গেছিলো গাছটা।এরপর আর সংগ্রহ করা হয়নি।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৭/২০১৭ছোটবেলায় এই ফুল খুব ভালোবাসতাম।
-
মোনালিসা ২৩/০৭/২০১৭দারুন