ইবুকঃ- হান্টার ও অনুসরণ
হান্টারঃ-
আফ্রিকার জঙ্গলে হাতী, সিংহ, গণ্ডার, মোষ শিকার করে কেটেছে জন হাণ্টারের জীবনের বেশির ভাগ সময়। সেই সব অসাধারণ অভিজ্ঞতার স্মৃতিচারণ এ-বই। শিকারের পাশাপাশি এসেছে বিপদের কথা। পড়তে পড়তে দাড়িয়ে যায় রোম, ভয়ে শুকিয়ে আসে জিভ।
অনুসরণঃ-
অজস্র শিকার করেছেন হাণ্টার। মানুষকে হিংস্র প্রাণীর কবল থেকে রেহাই দেয়ার জন্যে অনেক অঞ্চল হিংস্র প্রাণী মুক্ত করেছেন। আবার, চোরাই শিকারীর হাত থেকে বন্য প্রাণীকে রক্ষা করতে গিয়ে জীবনের ঝুকি নিতেও পিছ-পা হননি। কারণ, আজন্ম শিকারী হলেও তার পাশাপাশি বন্য প্রাণীদের জন্য তার ছিল অপরিসীম এক মমত্ববোধ। হাণ্টারের শিকার কাহিনি তাই শিকারের মহাকাব্য।
**ডাউনলোড লিঙ্ক
সৌজন্যেঃ- বইঘর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঘোস্ট রাইডার ১৯/০৭/২০১৭শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
-
মোনালিসা ১৯/০৭/২০১৭দারুন