এমন ম্যাজিক রোজ হয় না ☺
আজকের তারিখটা তো নিশ্চয়ই মনে আছে। তবু একবার দেখে নিন। ৪ অগস্ট ২০১৬। লিখতে গেলে আমরা কেমন করে লিখি— ৪-৮-১৬। এবার অঙ্কটা মিলিয়ে নিন। দেখুন দিনের সংখ্যার সঙ্গে ২ গুণ করলে হচ্ছে মাসের সংখ্যা। আবার মাসের সঙ্গে ২ গুণ করলে হচ্ছে ১৬। এমন মজার তারিখ ঘন ঘন আসে না।
এর আগে এমন তারিখ পাওয়া গিয়েছে শেষবার ২০১২ সালে। তারিখটা ছিল ৩-০৬-১২। তারও আগে ছিল ২-০৪-০৮। হিসেবটায় দেখা যাচ্ছে প্রতি চার বছর পর পর এমন তারিখ আসে। সেই হিসেবে চার বছর পরে ২০২০ সালে পাওয়া যাবে ৫-১০-২০। তারপরে ২০২৪ সালে ৬-১২-২৪। কিন্তু তার পরে?
তার পরে অনেকগুলো বছর অপেক্ষা করতে হবে। ২১০৪ সালের ১ ফেব্রুয়ারির আগে আর পাওয়া যাবে না এমন ২-এর গুণিতক মজার তারিখ। আপাতত চার বছরের অপেক্ষায় থাকার আগে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৪/০৩/২০২০Good
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৪/২০১৮সত্যি দারুন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭ধন্যবাদ
ম্যাজিশিয়ানকে।।। -
পরশ ০৪/০১/২০১৭হুম
-
মোনালিসা ২৮/১২/২০১৬ভাল
-
শরীফুল ইসলাম আরশ ১২/০৮/২০১৬ভাল লাগলো
-
অর্জুন ০৪/০৮/২০১৬ঠিক তাই
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৮/২০১৬ভিন্নরকম সমীকরণ!
-
স্বপ্নময় স্বপন ০৪/০৮/২০১৬সুন্দর!