বৃষ্টির ছড়াঃ আষাঢ়-শ্রাবণ ♣
আষাঢ়-শ্রাবণ দু'টি মাসে,
হর-হামেশাই বৃষ্টি আসে,
টিনের চালে টাপুর-টুপুর,
খুকুর পায়ে সোনার নূপুর।
.
ঝম-ঝমিয়ে মুষলধারে,
বৃষ্টি নামে বন-বাদাড়ে,
কাঁজল বিলে ফুটে শালুক,
মরা গাঙে নৌকা চলুক।
.
.
মাঝে মাঝে মেঘের ডাক,
ধানের ক্ষেতে মাছের ঝাক,
আষাঢ়-শ্রাবণ দুটি মাস-ই,
তাই তো অনেক ভালোবাসি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৭/০৮/২০১৬ঠিক বলেছেন ।
-
আনিসা নাসরীন ০৭/০৮/২০১৬মজার লেখা
-
প্রিয় ২৫/০৭/২০১৬খুব সুন্দর ছন্দময়ী কবিতা।
-
মাহাবুব ২৫/০৭/২০১৬বেশ ভালো লাগলো কবি।
-
পরশ ২৫/০৭/২০১৬ভাল
-
স্বপ্নময় স্বপন ২৫/০৭/২০১৬ভালোবাসি ভালোবাসি!! ভালোবাসা রইল কবি আর কাব্যের জন্যে!!!!!!!!
-
আজিজুল হক ওয়াসিম ২৫/০৭/২০১৬ভালো লাগলো