এবার বধ আফ্রিকাও
ঈদের আগেই বাঙ্গালী জাতিকে ঈদের খুশি এনে দিলো জাতীয় দলের ক্রিকেটাররা। চট্রগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের ৩য় ম্যাচে তারা ৯উইকেটে হারিয়ে দিলো ক্রিকেট জায়ান্ট সাউত আফ্রিকাকে। সেই সাথে ২-১ এ জিতে নিলো ওয়ানডে সিরিজ। আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশের ১ম সিরিজ জয়।
আজ বাংলাদেশ বোলিং-ব্যাটিং উভয় দিকেই পরিষ্কার ব্যাবধানে এগিয়ে ছিলো সফরকারী দল থেকে। বোলিং এ সাকিব আল হাসান ৩৩ রানে ৩ উইকেট দখল করেন। একি সাথে ২য় বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনি অর্জন করেন ২০০উইকেট। পরে অধিনায়ক মাশরাফিও ওয়ানডেতে ২০০উইকেট শিকারী ক্লাবে যোগ দেন।
ব্যাটিং এ অনবদ্য ইনিংস খেলেন তামিম এবং সৌম্য সরকার। দু'জনেই তুলে নেন অর্ধশত রান তামিম ৬১রানে নটআউট থাকলেও সৌম্য ৯০রানের ঝকঝকে এক ইনিংস খেলে তাহিরের বলে সাজঘরে ফেরেন। ম্যান অব'দা ম্যাচ এবং ম্যান অব'দা সিরিজ নির্বাচিত হন সৌম্য সরকার।
এ জয়ে টিম টাইগার্সকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ বাংলাদেশ বোলিং-ব্যাটিং উভয় দিকেই পরিষ্কার ব্যাবধানে এগিয়ে ছিলো সফরকারী দল থেকে। বোলিং এ সাকিব আল হাসান ৩৩ রানে ৩ উইকেট দখল করেন। একি সাথে ২য় বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনি অর্জন করেন ২০০উইকেট। পরে অধিনায়ক মাশরাফিও ওয়ানডেতে ২০০উইকেট শিকারী ক্লাবে যোগ দেন।
ব্যাটিং এ অনবদ্য ইনিংস খেলেন তামিম এবং সৌম্য সরকার। দু'জনেই তুলে নেন অর্ধশত রান তামিম ৬১রানে নটআউট থাকলেও সৌম্য ৯০রানের ঝকঝকে এক ইনিংস খেলে তাহিরের বলে সাজঘরে ফেরেন। ম্যান অব'দা ম্যাচ এবং ম্যান অব'দা সিরিজ নির্বাচিত হন সৌম্য সরকার।
এ জয়ে টিম টাইগার্সকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ২৭/০৭/২০১৫আমার ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।