ইচ্ছে
ইচ্ছে করে রোদ হয়ে যাই,তোমার ভেজা চুল শোকাতে।
কিংবা হই শ্রাবণ ধারা,তোমার চোখের জল লোকাতে।
ইচ্ছে করে ফুল হয়ে যাই,তোমায় সুবাস বিলিয়ে দিতে।
কিংবা হই প্রজাপতি,তোমার দুঃখ উড়িয়ে নিতে।
ইচ্ছে করে চাঁদ হয়ে যাই,তোমার ঘরে জোছনা দিতে।
কিংবা হই জোনাক পোকা,তোমার একটু স্পর্শ পেতে।
ইচ্ছে করে ঝড় হয়ে যাই,তোমার পানে ছুটে যেতে।
কিংবা হই ভোরের বাতাস অকারণে ছুঁয়ে দিতে।
কিংবা হই শ্রাবণ ধারা,তোমার চোখের জল লোকাতে।
ইচ্ছে করে ফুল হয়ে যাই,তোমায় সুবাস বিলিয়ে দিতে।
কিংবা হই প্রজাপতি,তোমার দুঃখ উড়িয়ে নিতে।
ইচ্ছে করে চাঁদ হয়ে যাই,তোমার ঘরে জোছনা দিতে।
কিংবা হই জোনাক পোকা,তোমার একটু স্পর্শ পেতে।
ইচ্ছে করে ঝড় হয়ে যাই,তোমার পানে ছুটে যেতে।
কিংবা হই ভোরের বাতাস অকারণে ছুঁয়ে দিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০১/২০১৫ইচ্ছে গুলো দারুন। শুভ কামনা রইলো................
-
স্বপন রোজারিও(১) ০৫/০১/২০১৫সুন্দর কবিতার জন্য কবিকে ধন্যবাদ
-
স্বপ্নীল মিহান ০৩/০১/২০১৫ভালো লেগেছে ইচ্ছে গুলো চিরায়ত
-
আরাফাত রহমান ০৩/০১/২০১৫ভাল লাগল - ধন্যবাদ