সেই স্মৃতিরা
সেই স্মৃতিরা ফিরে আসে বারবার,
যে স্মৃতি ভুলতে চাই,
যে স্মৃতিগুলো মস্তিষ্ক থেকে ইরেজার দিয়ে ঘষে ঘষে মুছে ফেলতে চাই,
সেই স্মৃতিরা বারবার ফিরে আসে।
সেই স্মৃতিরা ফিরে আসে,ছুটে আসে মরুভূমির তপ্ত সাইমুন ঝড়ের মতো,বাঁধভাঙ্গা নদীর প্রবল স্রোতের মতো।
সেই স্মৃতিরা,
আচ্ছন্ন করে আমাকে আমার চিন্তা-চেতনা, সত্তাকে।
মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে যায় ওরা,
ঘুমুতে দেয়না,নির্ঘুম আমি চোখের সামনে ছায়াছবির মতো ওদের দেখি।
সেই স্মৃতিরা ফিরে আসে-
যখন একা থাকি তখন,
যখন খুব কোলাহলে তখন,
যখন কথা বলি তখন,
যখন নিশ্চুপ আমি তখন,
যখন জেগে থাকি তখন,
যখন উদাস হই তখনও।
সেই স্মৃতিরা দংশন করে,কুরে কুরে খায় আমায়।
একফোঁটা অমৃতের টানে ছুটে আসা পিঁপড়ার মতো।
যে স্মৃতি ভুলতে চাই,
যে স্মৃতিগুলো মস্তিষ্ক থেকে ইরেজার দিয়ে ঘষে ঘষে মুছে ফেলতে চাই,
সেই স্মৃতিরা বারবার ফিরে আসে।
সেই স্মৃতিরা ফিরে আসে,ছুটে আসে মরুভূমির তপ্ত সাইমুন ঝড়ের মতো,বাঁধভাঙ্গা নদীর প্রবল স্রোতের মতো।
সেই স্মৃতিরা,
আচ্ছন্ন করে আমাকে আমার চিন্তা-চেতনা, সত্তাকে।
মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে যায় ওরা,
ঘুমুতে দেয়না,নির্ঘুম আমি চোখের সামনে ছায়াছবির মতো ওদের দেখি।
সেই স্মৃতিরা ফিরে আসে-
যখন একা থাকি তখন,
যখন খুব কোলাহলে তখন,
যখন কথা বলি তখন,
যখন নিশ্চুপ আমি তখন,
যখন জেগে থাকি তখন,
যখন উদাস হই তখনও।
সেই স্মৃতিরা দংশন করে,কুরে কুরে খায় আমায়।
একফোঁটা অমৃতের টানে ছুটে আসা পিঁপড়ার মতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ২৮/০৯/২০১৫অসাধারন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০১/২০১৫স্মৃতির আবরনে ঢাকা সব কিছুই। চাইলেই জেনো একা হতে পারছি না। ভালো লিখেছেন।
-
অ ০২/০১/২০১৫চমৎকার হয়েছে ।
ভালোলাগা রইল...