www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

“রুদ্র কবির রোমান্টিক পাঁচটি কবিতা”

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে বলা হয় "দ্রোহ ও প্রেমের কবি।" তাঁর রোমান্টিক কবিতাগুলো আমার অসম্ভব ভালোলাগে। রুদ্র কবির লিখা আমার ভীষণ প্রিয় পাঁচটি কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম।


(১) এতো সহজেই ভালোবেসে ফেলি কেন?
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?
সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।
সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।
আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে…
এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?


(২) এ কেমন ভ্রান্তি
আমার !
এলে মনে হয় দূরে স’রে আছো, বহুদূরে,
দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ।
এলে মনে হয় অন্যরকম জল হাওয়া, প্রকৃতি,
অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্যঅর্থবহ-
তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রান।
হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছো চুলে,
স্নেহ- পলাতক দারুন রুক্ষ আঙুল।
তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়েআছো,
সমর্পন ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকী বিষাদ- ক্লান্ত
করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে।
এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি..
কুশল শুধালে মনে হয় তুমি আসোনি
পাশে বসলেও মনে হয় তুমি আসোনি।
করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো,
দুয়ার খুল্লেই মনে হয় তুমি আসোনি।
আসবে বললে মনে হয় অগ্রিম বিপদবার্তা,
আবহাওয়া সংকেত, আট, নয়, নিম্নচাপ, উত্তর, পশ্চিম-
এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি।
চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।


(৩) পৃথিবী কি আয়তনে যাচ্ছে বেড়ে
অথবা ক্রমাগত হয়ে আসছে সীমিত
আমি তার কিছুই বুঝতে পারিনা !
এদেশ থেকে ওদেশে যাওয়া যেন
বিকেলে পার্কে বেড়াতে এলাম-
কিন্তু একজন মানুষের মনের কাছাকাছি
যেতে আমার অ-নে-ক
সময় লেগে যায়।
পৃথিবী কি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে
অথবা সীমিত হয়ে আসছে আয়তনে
আমি তার কিছুই বুঝতে পারি না !
তোমার কাছে
পৌঁছাতে আমার এক যুগ কেটে গেল।


(৪) শেষমেষ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়,
যে যার অন্ধকারের কাছে।
তবুও শেষমেষ,
একটি নীলাভ প্রজাপতির জন্যেও,
যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে বাধিয়ে রাখে।
হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ,
তবুও যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন। একদিন যে যার নিঃসঙ্গতার কাছে.........।।


(৫) আমাকে জড়াও তোমার সবুজ ফুলে,
আমাকে জড়াও তোমার শিকড়ে ডালে।
স্বপ্নের রেণু মাখাও সারাটি দেহে,
আমাকে বাজাও তোমার নিভৃত সুরে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আনিসা নাসরীন ২৭/০৬/২০১৬
    প্রত্যেকটা কবিতাই আমার অনেক অনেক প্রিয়
  • যাক আপনার জন্য একসাথে রুদ্রর পাঁচটি কবিতা পড়তে পারলাম..................
  • একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪
    ১ এবং ৫ পড়লাম। বেশ ভালো লাগলো।
  • অন্যরকম
  • সায়েম খান ১৯/১২/২০১৪
    সুন্দর, তবে আপনার লেখা কবিতাগুলোও কিন্তু সুন্দর।
    • নাবিক ১৯/১২/২০১৪
      ধন্যবাদ সায়েম ভাই,আর আপনিও কিন্তু অসম্ভব ভালো লেখেন।
  • ১৯/১২/২০১৪
    সবগুলোই অনেক সুন্দর ।
  • অনিরুদ্ধ বুলবুল ১৯/১২/২০১৪
    আপনার পোষ্টে রুদ্র কবির কবিতা পরলাম, ধন্যবাদ।
    ভাল লাগল, শুভেচ্ছা নিন।
 
Quantcast