শৈশব
স্মৃতির জানালা মেলে দেই
দুচোখে ধরা পড়ে সোনালী শৈশব|
সেই মেঠোপথ,অবারিত মাঠ...
নাটাই-সুতো,রঙ্গিন ঘুড়ি|
স্কুল পালানো দিন
মুক্ত পাখির
ন্যায় উড়াউড়ি|
বাবুদের বাগান,বৈশাখী ঝড়,
আম-জাম-লিচু চুরি|
স্তব্ধ দুপুর,রাখালীয়া সুর
সেই রেললাইন
পদ্ম পুকুরে দিনভর দাপাদাপি|
রূপালী রাত,
ঝিঁঝিঁ পোকার ডাক,
দাদুর মুখে কিসসা শোনে ভয়ে মোরা কাঁপি|
সব মনে পড়ে
লাঠিম খেলা,সেই ভূতুরে গলি|
বিবর্ণ সময়ে,
বসে বসে ভাবি
কি রঙ্গিনই না ছিলো শৈশবের ক্ষণগুলি|
দুচোখে ধরা পড়ে সোনালী শৈশব|
সেই মেঠোপথ,অবারিত মাঠ...
নাটাই-সুতো,রঙ্গিন ঘুড়ি|
স্কুল পালানো দিন
মুক্ত পাখির
ন্যায় উড়াউড়ি|
বাবুদের বাগান,বৈশাখী ঝড়,
আম-জাম-লিচু চুরি|
স্তব্ধ দুপুর,রাখালীয়া সুর
সেই রেললাইন
পদ্ম পুকুরে দিনভর দাপাদাপি|
রূপালী রাত,
ঝিঁঝিঁ পোকার ডাক,
দাদুর মুখে কিসসা শোনে ভয়ে মোরা কাঁপি|
সব মনে পড়ে
লাঠিম খেলা,সেই ভূতুরে গলি|
বিবর্ণ সময়ে,
বসে বসে ভাবি
কি রঙ্গিনই না ছিলো শৈশবের ক্ষণগুলি|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাসুম মুনাওয়ার ০৯/০৯/২০১৪আর পড়তে হবে
-
সুশান্ত মান্না ০৮/০৯/২০১৪শৈশব কাল ছিল ভালো
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৬/০৯/২০১৪শৈশবের কথা মনে করিয়ে দিলেন কবি......
চমৎকার...... -
আশিস চৌধুরী ৩১/০৮/২০১৪দারুণ হয়েছে,আরও লিখুন এ রকম।
-
উদ্বাস্তু নিশাচর ৩১/০৮/২০১৪খুব ভাল লাগলো
-
সহিদুল হক ৩১/০৮/২০১৪সুন্দর স্মৃতিমেদুর কাব্য-কথা।
-
একনিষ্ঠ অনুগত ২৯/০৮/২০১৪পুরনো দিনগুলোতে হারিয়ে গেলাম যান। অনেক ভালো লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৮/২০১৪ভাল লাগল।
-
আসোয়াদ লোদি ২৯/০৮/২০১৪স্মৃতিরোমন্তনের কবিতা ভাল লাগল ।
-
মুস্তাকিম মান্না ২৯/০৮/২০১৪দিলেন ত স্মৃতিগুলোকে উস্কে!চমত্কার স্মৃতিচারণ
-
স্বপন রোজারিও(১) ২৯/০৮/২০১৪শৈশবের স্কুল পালানো দিন
ছিলো অনেক রঙ্গিন। -
শিমুদা ২৯/০৮/২০১৪খুব সুন্দর। শৈশবটি আবার মনে পড়ল আপনার কবিতাটি পড়ে।