হাসি
গল্প-রসে খুশীর সময় হাসতে তোমায় হবে,
কেমন হাসি হাসবে তুমি একটু জানো তবে|
খিলখিলিয়ে তোমার মুখে হাসি যদি ফোটে,
বলবে লোকে হয়নি বুঝি লজ্জা-শরম মোটে|
কেমন হবে মুসলমানের মুখের হাসি খানা,
নাও জেনে নাও,রাসূল বলেন অট্টহাসি মানা|
শব্দ বিহীন যে হাসিতে মন করা যায় জয়,
মুগ্ধ করা সে হাসিটা হাসতে মানা নয়|
মুচকি হাসি মিষ্টি করে যখন তুমি হাসবে,
মনে তোমার জাগবে পুলক সবাই ভালোবাসবে|
কেমন হাসি হাসবে তুমি একটু জানো তবে|
খিলখিলিয়ে তোমার মুখে হাসি যদি ফোটে,
বলবে লোকে হয়নি বুঝি লজ্জা-শরম মোটে|
কেমন হবে মুসলমানের মুখের হাসি খানা,
নাও জেনে নাও,রাসূল বলেন অট্টহাসি মানা|
শব্দ বিহীন যে হাসিতে মন করা যায় জয়,
মুগ্ধ করা সে হাসিটা হাসতে মানা নয়|
মুচকি হাসি মিষ্টি করে যখন তুমি হাসবে,
মনে তোমার জাগবে পুলক সবাই ভালোবাসবে|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৮/০৮/২০১৪অসাধারন ভাল লাগা রইল
-
আবু সাহেদ সরকার ২৮/০৮/২০১৪সঠিক ও সুন্দর একটি কবিতা পড়লাম কবি বন্ধু।
-
একনিষ্ঠ অনুগত ২৮/০৮/২০১৪পড়ছি... এবং পড়লাম ঠোঁটের কোণে কেমন যেন একটা টান অনুভূত হতে। মনে হয় হাসছি।। হয়ত মুচকি মুচকি।
-
মুস্তাকিম মান্না ২৭/০৮/২০১৪চরম
-
শিমুদা ২৭/০৮/২০১৪অদ্ভুত সুন্দর হাসির কবিতা পড়ে খুব ভাললেগেছে।
সঙ্গে হাসিটাও শিখলাম কিভাবে হাসতে হয়। -
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/০৮/২০১৪বেশ লাগল। চমৎকার লেখনী। উপন্যাস পড়ে দেখবেন আমার মায়াজাল।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৭/০৮/২০১৪valo laglo
-
বিজয় রায় ২৭/০৮/২০১৪বাহ্