আমি নাহয় দুঃখ নিয়েই বাঁচি
আমি নাহয় দুঃখ নিয়েই বাঁচি...
তুই সুখে থাক,তোর পৃথিবী আলোয় ভরে যাক,
আমি নাহয় আঁধারেই ডুবে থাকি|
তোর স্বপ্নগুলো সত্যি হয়ে যাক,
তুই চিরদিন উৎসবে মেতে থাক|
তোর উঠোনে খেলে যাক লক্ষ তারার হাসি,
আমি নাহয় চিরটাকাল চোখের জলেই ভাসি|
তুই সুখে থাক,তোর পৃথিবী আলোয় ভরে যাক,
আমি নাহয় আঁধারেই ডুবে থাকি|
তোর স্বপ্নগুলো সত্যি হয়ে যাক,
তুই চিরদিন উৎসবে মেতে থাক|
তোর উঠোনে খেলে যাক লক্ষ তারার হাসি,
আমি নাহয় চিরটাকাল চোখের জলেই ভাসি|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২২/০৮/২০১৪বাহ বেশ লিখেছেন।
-
শিমুদা ২২/০৮/২০১৪পরের কারণে মরণেও সুখ
ভাললেগেছে। -
স্বপন রোজারিও(১) ২২/০৮/২০১৪আমি না হয় দু:খ নিয়ে বাঁচি,
তোমার হোক আনন্দ রাশি রাশি। -
ইশফাকুল মাজিদ ২২/০৮/২০১৪খুব সুন্দর কবিতা|
-
শিমুল শুভ্র ২২/০৮/২০১৪বেশ সুন্দর কবিতা পাঠে মন ভরে গেলো ।