মনের কষ্ট
মনের কষ্টকে বুক চেপে ধরে রাখা যায়
কিন্তু,মুখ খুলে তা বাইরে প্রকাশ করা যায় না,,,কারন--------
যেটা মুখে প্রকাশ করা যায় সেটা আবেগ হতে পারে,কিন্তু তার চাহনি টা নয়।সেই আবেগ টা নিঃশেষ হলে হয়তো কিছুক্ষনের জন্য হৃদয় টা বোঝা মুক্ত হয়, কিঞ্জিত কখনই তা দ্বিতীয় ব্যাক্তির মনকে জয় করতে পারে না,,,,,,তাই সব কিছুকে মেনে নিয়ে মনের কষ্টকে সহে যেতে হয় নতুন কিছু পাওয়ার আশায়,কিছু সত্যের আশায়।।
রচনাকাল :
বুধবার
১৪২৩ বঙ্গাব্দ/২০১৬ সন
তাং-১৪/০৯/২০১৬
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-রাত্রি ১০:২৩ মিনিট
কিন্তু,মুখ খুলে তা বাইরে প্রকাশ করা যায় না,,,কারন--------
যেটা মুখে প্রকাশ করা যায় সেটা আবেগ হতে পারে,কিন্তু তার চাহনি টা নয়।সেই আবেগ টা নিঃশেষ হলে হয়তো কিছুক্ষনের জন্য হৃদয় টা বোঝা মুক্ত হয়, কিঞ্জিত কখনই তা দ্বিতীয় ব্যাক্তির মনকে জয় করতে পারে না,,,,,,তাই সব কিছুকে মেনে নিয়ে মনের কষ্টকে সহে যেতে হয় নতুন কিছু পাওয়ার আশায়,কিছু সত্যের আশায়।।
রচনাকাল :
বুধবার
১৪২৩ বঙ্গাব্দ/২০১৬ সন
তাং-১৪/০৯/২০১৬
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-রাত্রি ১০:২৩ মিনিট
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৮/১১/২০১৬ভাল
-
আফরিনা নাজনীন মিলি ০৬/১১/২০১৬যথার্থ বলেছেন, ভাল একটা বিষয় আরেক্বার স্মরণ করে নিলাম।