প্রকৃত বন্ধু
বন্ধু হচ্ছে ঠিক মোমবাতির ন্যায়
যার মধ্যে বিশ্বাস সুতোর মতো মোমবাতিকে জ্জ্বলতে সাহায্য করে,
আর অগ্নি হল ভালবাসা-সহযোগীতার প্রতিবিম্ব,
যেখানে একটু ভালবাসার ছোঁয়া পেলেই কঠিন বস্তুকে গলিত করবে,তাই,একজন প্রকৃত বন্ধু সুতো এবং অগ্নি
যত পরিস্থিতিই আসুক না কেন সে কঠিন বস্তুকে ভেদ করেও নতুন আলোর পথ দেখাবে।আর সেই হবে প্রকৃত বন্ধু।
যার মধ্যে বিশ্বাস সুতোর মতো মোমবাতিকে জ্জ্বলতে সাহায্য করে,
আর অগ্নি হল ভালবাসা-সহযোগীতার প্রতিবিম্ব,
যেখানে একটু ভালবাসার ছোঁয়া পেলেই কঠিন বস্তুকে গলিত করবে,তাই,একজন প্রকৃত বন্ধু সুতো এবং অগ্নি
যত পরিস্থিতিই আসুক না কেন সে কঠিন বস্তুকে ভেদ করেও নতুন আলোর পথ দেখাবে।আর সেই হবে প্রকৃত বন্ধু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৯/১১/২০১৬ভাল
-
এম এস সজীব ০২/১১/২০১৬Nice
-
এন.আফরিন ১৩/১০/২০১৬দারুন একটি সঙ্গা পেলাম। ধন্যবাদ
-
রাবেয়া মৌসুমী ০৮/১০/২০১৬ঠিক তাই।
-
রোজারিও ০৮/১০/২০১৬সঠিক বলেছেন!