www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপনি কি এই সুন্দর ভুবনে চির একা

পৃথিবীতে একা যে নারী আসে একদিন সেই নারীই পরে জননী হয় দশমাস দশদিন। আর ,,যে সন্তান জন্ম নেয় সেও হয় একা। এই কারণে বলা হয়েছে ,মনুষ্য জনম হয় জাগতিক সংসারের বহু জন্মের সঞ্চিত পূন্যের দ্বারা কর্মের জন্য। সংসারে সুখ ভোগের পরই তার মৃত্যু।গীতাতে বলা হয়েছে চুরাশি লক্ষাধিক জন্মের পর মনুষ্য জনম হয়। জগতে তিন প্রকার কর্ম বিদ্যমান ,তা হল -সঞ্চিত,ক্রিয়ামান ও প্ররুদ্ধ। মানুষ এই প্ররুদ্ধ কর্মের জন্য যত সব খারাপ কাজ করে থাকে। তাই ক্ষণস্থায়ী সময়ের মধ্যেই সে ধ্বংস ও একা হয়ে পড়ে। তাই কামনা-বাসনা-ফলাকাঙ্খা বর্জন করে কর্ম করতে হবে।। তাই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে,তাহলে কীভাবে কর্ম করবো।? এই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কামনা-বাসনা-ফলাকাঙ্খা বর্জন করে কর্ম করতে পারে সে আর ফল ভোগের আশায় থাকে না ।সে চির যশস্বী হন। তাই কালের নিয়মে পৃথিবীতে একা যিনি আসেন ,সে আবার কালের নিয়মে একাই আবার চলে যান। জন্ম-মৃত্যু রথচক্রের মতো সদা আবর্তিত ,তা কখনও লঙ্ঘিত হয় না । তাই তুমি,আমি,আমার চারপাশে সকলে,আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব সকলেই চির একা। কেউ কারো নয়,শুধু তুমি তোমার নিজের জন্য । তাই নিজেকে ভালোবাসতে শেখ তাহলেই তুমি ঈশ্বরের অস্তিত্ব বুঝতে পারবে ও সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি রূপেপ্রতিষ্ঠিত হতে পারবে। তাই স্বামীবিবেকানন্দ বলেছেন-"কোথা হতে সম্মুখে তোমাই ছাড়ি খুঁজিছ ঈশ্বর,জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর"।ॐॐॐ
মহর্ষি "বাল্মীকির " কথা অবশ্যই আপনারা জানেন এবং তিনি একসময় কি ছিলেন তাও হয়তো জানেন আপনারা। তিনি একলাই বনের মধ্যে যাতায়াত কারি মানুষজন দের সর্বশ্ব লুট করে নিয়ে তার পরিবার পোষণ করতো ।কিন্তু তার পাপের ভাগী কেউ হল না , তার পাপের ভাগী স্বয়ং সে। তাই আপনারাও ভাল কি খারাপ যে কর্ম করেন না কেন তার দায়ী স্বয়ং আপনিই। তাই সদা সত্যের দিশারী হন এবং  মানুষ কে বিশ্বাস করতে শেখেন। বিশ্বাস-ই হল পরম ধর্ম। আপনি ক্ষনিকের জন্য আপনি পৃথিবীতে একাই এসেছেন আবার একদিন চলেও যাবেন একা । কেউ কারো নয় ,শুধু তুমি  তোমার নিজের জন্য।তাই সমাজে যতদিন বেঁচে থাকবেন মিলেমিশে থাকার চেষ্টা করুন।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৮৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast