গুচ্ছ কাব্য
১০.
সে যাই হোক..
Ω
শরীরে জল আছে
শরীরে মাটি আছে
Ω
চেয়ারের নজর খারাপ ছিল
এখন মাটিই খারাপ হয়ে গেল
এখন জলই নোংরা হয়ে গেল
চোখ নিজে নিজেই বন্ধ হতো
Ω
সে যাই হোক
এখন চেয়ার
অন্যজনের চোখ বন্ধ করে…
Ω
-স্বপ্নময় স্বপন©
সে যাই হোক..
Ω
শরীরে জল আছে
শরীরে মাটি আছে
Ω
চেয়ারের নজর খারাপ ছিল
এখন মাটিই খারাপ হয়ে গেল
এখন জলই নোংরা হয়ে গেল
চোখ নিজে নিজেই বন্ধ হতো
Ω
সে যাই হোক
এখন চেয়ার
অন্যজনের চোখ বন্ধ করে…
Ω
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৫/১২/২০২০vinno dhoroner proyash
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/১২/২০২০সুন্দর কাব্যিকতা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১২/২০২০দারুণ
-
ফয়জুল মহী ১৪/১২/২০২০Wonderful writen