www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অষ্টাম্মৃত

১। বিষণ্ণতা
দৃষ্টিতে মগ্নতা নিয়ে
বিষণ্ণতা খামচে ধরছে
মনটা মুচড়ে যাচ্ছে
বয়স আমারও হয়েছে, তোরও
যাকে নিয়ে উন্মত্ত হতে ইচ্ছে হয় তারও
প্রাণপণ আঁধারে লুকাই আমার জল
বিষণ্ণতা এভাবেই আঁকড়ে থাকে
হাতের আঙুল রাতের ত্রিশূল
গাঁজায় দম দিয়ে চাঁদ ডুবে গেছে বহুদিন
অরাজক বিষণ্ণতা বাঁধছে জমাট লাগাতার
নৈর্ঋতের কোণে
অক্ষরবৃত্তের অপয়া ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে
দুঃখবিলাস মধ্যবিত্ত জানালায় বৃত্তবন্দী
সৃষ্টিশীল সম্ভবনা চন্দ্রগ্রস্ত
ঈষদ-স্মৃতির ঠোঁট ও স্তন থেকে উন্মুখ দুঃখ
ছুঁয়ে দেয় পোড়ামন,ঘাম অবোধ্য কবিতা
নবান্নের পড়ন্ত বিকেলেও মানুষের গা ছুঁয়ে নেমে আসে
এই শহরে বিপন্ন বিষণ্ণতা
-স্বপ্নময় স্বপন©


২। মগ্নতা
স্বৈরী পাপে আজন্ম বাস আমার জলের কুসুমে
সারাক্ষন মগ্ন থাকি কামিনী কাঞ্চনে
হৃদয় গভীরে, নিভৃতে- নির্জনে
মগ্নতা ছুঁয়ে দেখা চাঁদের সুখী ঘর্ষণ
মগ্ন চৈতন্যে হিমেল বাতাসের দোদুল্যমান কোমরের
উম্মাদ শ্বাস ব্যাকরণে আমার সর্বনাশ
ভোগবাদী সমাজের কবোষ্ণ বুকে
নেশায় বুদ বাণিজ্য লক্ষ্মীর মধু বর্ষণ
নৈঃশব্দের মগ্নতা নিয়ে দরদহীন আঙ্গুলে চলে
পারস্যপ্রথায় সবুজ মানবিকতার রোদনবিদ্ধ হরিরলুট
গোধূলির শেষ প্রহসনে সভ্যতার ঘোড়ায় দায়বদ্ধ কবি
অত:পর দলছুট! -স্বপ্নময় স্বপন©


৩। নগ্নতা
ভোগবাদী সমাজের নগ্নতা খোঁজা
পোশাকের নীচে চক্ষু লজ্জাহীন নগ্ন প্রশাসন
নগ্ন প্রতিবাদই তাই প্রকৃত আচ্ছাদন
অনাদি হতে অনন্তে বৃত্তের ভেতরে ও বাইরে
নগ্নের স্থান দেখেছো মানচিত্রে?
সমাজ, সংসার, ঘরে রাজপথে
শূন্যতায় পুন্যতায় কেবলই নগ্নতা
সভ্যতা এখন নগ্নতার ঘর বাড়ি
গোলাপ ফোটেনা তাই কিশোরীর হাতে
এক অলিন্দে ঘৃণা আরেক অলিন্দে কামুকতা নিয়ে
রাতের আকাশে নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি
নিরপেক্ষতা কিভাবে নিরপেক্ষ থাকে
শরীরের নগ্নতা দেখে আত্বার নগ্নতা দেখে
যা নিয়ে যাকে নিয়ে স্বর্গের উদ্যানে
লজ্জা ও নির্লজ্জতার মুদ্রিত চোখে
চিরসবুজ পত্রগুলোর আদিম উগ্র নগ্নতা ঢাকতে
একটি বাক্যে আমার অক্ষরগুলো চিরসবুজ পত্রগুলোর
কামতপ্ত শরীর বন্ধনে আজও গন্তব্যহীন।
-স্বপ্নময় স্বপন©


৪। তিক্ততা
মানুষের অন্তিম চিৎকার; প্রতিধ্বনি
ঘরে ঘরে রাষ্ট্রে রাষ্ট্রে নিয়মিত অন্যায়
অস্পষ্ট আঁধারে ক্রয় বিক্রয়ে
নেই প্রসন্নতা নেই পরিতৃপ্তি
অভিরুচি এখন রুচিকর ছাই
চেতনার চোখে বিস্তৃত শূন্যের দাগ
অবহেলা পেয়ে পেয়ে অবয়বহীন ক্লান্তি
নেমে আসে নিজস্ব ক্লান্তির সমতলে
ঈশ্বরবোধ বোধ হয় তাই বোধে আসে
যেমন টা রাত নামে তাই শুধুই রাত নামে
-স্বপ্নময় স্বপন©


৫। রিক্ততা
দ্বিধাগ্রস্ত জম্ম সর্বব্যাপী আগুনবৃক্ষ হয়ে
লাবণ্যে নিহিত ব্যথায় জন্ম নেয় মনে
শুকতারা তবু আশ্বাস দিয়ে যায়
ভুল মেঘে বেড়ে ওঠে ভুল ঘাসফুল!
বেহায়া বৃষ্টি!বন্ধ্যা অনুভুতির অবৈধ মিছিল!
মূক যুবকের এখনো গেলনা আঁধার...
সরল দুঃখ ভেসে বেড়ায় মুক্ত মেঘের পাশে পাশে
প্রেমিক আর কবির সম্পর্ক বুঝি না
অর্থহীন বাক্য নিয়ে, অস্পষ্ট লেখা হয় না কবিতা
আমি কবি নই!
মানুষের হয়েও মানুষ বুঝিনা...
এমনকি কুকুরের আদর্শ... তাও না!
আমার কবিতা লিখতে কষ্ট হয়
অক্ষরগুলো ক্লাস বন্ধ করে দেয়
এক পৃথিবী রিক্ততা নিয়ে বলছি
রিক্ততার বিষাক্ত এলাকায়
আমার নিঃস্ব কথন বৃষ্টিতে বিহ্বল
আমার অস্তিত্বের ভেতর
কেবল মানুষেরই কথা প্রতিধ্বনিত হ্য়।
-স্বপ্নময় স্বপন©


৬। মৃদুতা
কুয়াশা নামার ঠিক আগে
শেষ বিকেলের আলোয়
বৃষ্টির ভেতর গাড়িগুলো অগ্রসরমাণ
অগ্রসর ধনতান্ত্রিক বাস্তবতায়
অনেক কাটা হাত-পা আর ব্যাধি
ধূসর দীর্ঘ পথ পেরিয়ে
থেমে আছে সূর্যের মুখে
সন্ধ্যা নামছে দ্রুতবিলম্বে
ব্যালকনিতে ঝুলিয়ে রাখা
উষ্ণ পৃথিবীর বামপাশে
বৈশিষ্ট্যহীন শ্রমনারীরা
ক্লান্তম্লান চোখে জড়োসড়ো
শপিং মলের রাস্তায় উড়ছে
নিঃসঙ্গ অস্তিত্বের অসহনীয় মৃদুতা।
-স্বপ্নময় স্বপন©


৭। মুগ্ধতা
ডুবে গেছে সূর্যাস্তের নিচে
অর্ধবৃত্তে বিলীন উদ্বাস্তু পাখিদের
বিষণ্ন আর্তনাদ
ভেসে আসে মৃতদের শহরের
চাঁদডোবা একাকিত্বের ধূপগন্ধ
রাত্রির মনস্তাপে ডানা ঝাপটায় দীর্ঘ অনিদ্রা
তার খসেপড়া তন্দ্রাচ্ছন্ন সজ্ঞার ভেতর
অসংখ্য চড়ুই তোমার নিদ্রায় আনমনে হাঁটে
তোমার শ্বেতপুষ্পদ্বয় যেন ঘুমন্ত ঘড়ির পেন্ডুলাম
অন্যমনস্ক দুলে ওঠে বিভিন্ন পবনের গতিতে
দেহ জুড়ে ছড়িয়েছে সোনাচূর্ণ রোদ
যেদিকে ইঙ্গিত করে বিকল কম্পাসকাঁটা
দূরাগত মুসাফির পাখির মতো দূরত্বে থেকেও
তোমাকে ছুঁয়ে যায় আমার মুগ্ধতা।
-স্বপ্নময় স্বপন©


৮। নিত্যতা
বয়স বাড়ে হাড়ের ক্ষয় বাড়ে
ভালোবাসার রঙ হলদেটে হয় কি?
হলেও হতে পারে, নিত্যতা বৈ কি
তোমার অবিনাশী দোহাই
তীব্র বৃষ্টি ও সর্বনাশ,
কিছু শোক; কিছু উল্লাস কিছু উচ্ছ্বাস
কৈশোর জুড়ে নিরাবেগ জল
আকাশে মেঘ বাতাসে অলৌকিক গন্ধ
আদিতেও ছিল মন্ত্র, ইন্দ্রজাল ও নৃত্যের সখ্যতা
চোখ নিয়ে চলে গেছে কবরের সন্ধান!
দুটি বিপন্ন ঠোঁট ভালোবাসা বেদনায়
পাড়ি দেয় প্রভাবিত নগর
আর এ-সবের সঙ্গেই অনিবার্যভাবেই
তারপর আবার নিত্যতা।
-স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast