অনবদমিত আনন্দমথন
কঠিন আঁধার !
কী নিঃশব্দে কাটছি মন্দাক্রান্তাকে
ধ্বংস, মৃত্যু.. আহ্ ! কী আরাম!
গতি উদ্দাম!
অজস্র ঘাম নিপুণতায় সম্পূর্ণ করে বৃত্ত
শরীর, শরীর, অন্ধকারে মেধার ফলন!
অনিবার্য গভীর জটিল, পুরাণময় অজ্ঞতা গোপন
মধু মদের চক্রদোষ!
জ্ঞানের গভীরে নারীর শালীন পুরুষাঙ্গ হাতে
স্পর্শমাত্র সুতোয় আগুন অনির্বাণ প্লাবন
ওষ্ঠাধরে !
লিঙ্গরাজনীতিতে প্রোথিত শরীর বিভাজক উত্তরণ
উদোম জলে জলের সোয়াদ
মশারি গুঁজে স্মৃতিভ্রষ্ট অজ্ঞাতবাসিনী
অনবদমনের অসম্পূর্ণ আকাশ
বিপরীতমুদ্রায় অগাধ বিশ্বাস
শাড়ির আড়াল ত্রিভুজের কাছে ...
রক্ত ক্লেদেই আত্ম-চয়িত জীবন
অন্ধকারের পাদপীঠে মানুষের অপেক্ষায়
হেমবর্ণ নষ্ট জন্ম, নষ্ট প্রেম পাষাণে পাষাণ
ছিন্ন লাগাম, দারুণ সওয়ার !
আনন্দজাল ! যা কিছু নয়ন নয় খসে যায়!
মানুষ হয়ে মানুষ ভয়ে জিহবা কেটে শিরায় বিষ...
উহ্! আনন্দমথন!!
-স্বপ্নময় স্বপন©
কী নিঃশব্দে কাটছি মন্দাক্রান্তাকে
ধ্বংস, মৃত্যু.. আহ্ ! কী আরাম!
গতি উদ্দাম!
অজস্র ঘাম নিপুণতায় সম্পূর্ণ করে বৃত্ত
শরীর, শরীর, অন্ধকারে মেধার ফলন!
অনিবার্য গভীর জটিল, পুরাণময় অজ্ঞতা গোপন
মধু মদের চক্রদোষ!
জ্ঞানের গভীরে নারীর শালীন পুরুষাঙ্গ হাতে
স্পর্শমাত্র সুতোয় আগুন অনির্বাণ প্লাবন
ওষ্ঠাধরে !
লিঙ্গরাজনীতিতে প্রোথিত শরীর বিভাজক উত্তরণ
উদোম জলে জলের সোয়াদ
মশারি গুঁজে স্মৃতিভ্রষ্ট অজ্ঞাতবাসিনী
অনবদমনের অসম্পূর্ণ আকাশ
বিপরীতমুদ্রায় অগাধ বিশ্বাস
শাড়ির আড়াল ত্রিভুজের কাছে ...
রক্ত ক্লেদেই আত্ম-চয়িত জীবন
অন্ধকারের পাদপীঠে মানুষের অপেক্ষায়
হেমবর্ণ নষ্ট জন্ম, নষ্ট প্রেম পাষাণে পাষাণ
ছিন্ন লাগাম, দারুণ সওয়ার !
আনন্দজাল ! যা কিছু নয়ন নয় খসে যায়!
মানুষ হয়ে মানুষ ভয়ে জিহবা কেটে শিরায় বিষ...
উহ্! আনন্দমথন!!
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শোয়াইব শাওন ০৩/০৩/২০১৭nice
-
সোলাইমান ১৯/১২/২০১৬ওয়াও। অসাধারন লেখা।
-
হাসান কাবীর ০১/১১/২০১৬কঠিন ও গভীর।