স্বত্ব
শূন্যতায় ডুবে ডুবে হোঁচট খেয়ে খেয়ে বিচ্ছিন্ন অনুভুতি
ধীরেধীরে ক্ষয়ে ক্ষয়ে অস্তিত্ব সংশয়ে তোমার জন্য আকুতি
ছেঁড়া-খোঁড়া পিচ্ছিল ক্লেদাক্ত পাঁজরের কষ্টগুলো ঝড় তোলে
অনেক চেষ্টা করে দেখেছি সস্তার বিনিময়ে বলতে অরুচি হয় মিথ্যে
অবারিত শস্যদানার মতো পাওয়া না পাওয়ার অপলক দৃষ্টি
মূল্যবোধ বাড়েনিএকটুকুওভালোবাসার বীজ বুনেবুনে অঝোরে ঝরেবৃষ্টি
দিগন্তে আঙ্গুলে আঙ্গুল রেখে মুখোমুখি আকাঙ্খারা অসমাপ্ত
তাঁরা খসানোর দায়ভারে প্রমাণের অভাবে পাপী প্রমাণিত
ঠোঁটের পরতে পরতে ঠোঁট রেখে কতবার চুমু কে করেছি নিঃশেষ
কালের বক্ষে জমা পড়ে আছে অরণ্যের ছায়া, কি করে বুঝাই?
তবুও মরুর মতো নদীর তৃষ্ণা বয়ে বেড়ায় আমার আজন্ম ক্লেশ
অদ্ভুত পিপাসা আমার,তোমার শরীরে আমার ন্যায্য হিস্যা চাই।
- স্বপ্নময় স্বপন©
ধীরেধীরে ক্ষয়ে ক্ষয়ে অস্তিত্ব সংশয়ে তোমার জন্য আকুতি
ছেঁড়া-খোঁড়া পিচ্ছিল ক্লেদাক্ত পাঁজরের কষ্টগুলো ঝড় তোলে
অনেক চেষ্টা করে দেখেছি সস্তার বিনিময়ে বলতে অরুচি হয় মিথ্যে
অবারিত শস্যদানার মতো পাওয়া না পাওয়ার অপলক দৃষ্টি
মূল্যবোধ বাড়েনিএকটুকুওভালোবাসার বীজ বুনেবুনে অঝোরে ঝরেবৃষ্টি
দিগন্তে আঙ্গুলে আঙ্গুল রেখে মুখোমুখি আকাঙ্খারা অসমাপ্ত
তাঁরা খসানোর দায়ভারে প্রমাণের অভাবে পাপী প্রমাণিত
ঠোঁটের পরতে পরতে ঠোঁট রেখে কতবার চুমু কে করেছি নিঃশেষ
কালের বক্ষে জমা পড়ে আছে অরণ্যের ছায়া, কি করে বুঝাই?
তবুও মরুর মতো নদীর তৃষ্ণা বয়ে বেড়ায় আমার আজন্ম ক্লেশ
অদ্ভুত পিপাসা আমার,তোমার শরীরে আমার ন্যায্য হিস্যা চাই।
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ০৭/০৯/২০১৬সুন্দর।
-
অঙ্কুর মজুমদার ২৭/০৮/২০১৬vlo......
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৮/২০১৬ধ্বনিসাম্য রক্ষায় আরেকটু মনোযোগী হতে হবে। ধন্যবাদ বন্ধু।
-
গোপেশ দে ২৭/০৮/২০১৬মোহনীয় করে দিল আমাকে।আমি মুগ্ধ।কবি আপনার লেখাটায় আলাদা একটা ভাব আছে।আলাদা স্বাদ আছে বলতে হবে
-
মোঃ সরব বাবু ২৭/০৮/২০১৬অসাধারণ!তবে ভাবটা ধরতে কষ্ট হলো কবি! এভাবে না দৌড়ায়ে স্থানে স্থানে একটু বিরাম দিলে ভালো হতো হয়তো!
-
রইস উদ্দিন খান আকাশ ২৬/০৮/২০১৬কবি বিরামচিহ্ন ব্যবহার করুন