অস্পৃশ্য প্রেম-৬
আমার এই নিঃস্ব জীবন ধানের কাছে থাকে নুয়ে
ইঁদারার মত নদীর ডুবজল কোনোদিন করিনি সঞ্চয়
স্পর্শাতীত সুখে মিথুনরত কবুতর প্রয়োজনীয় সন্দেহে বাঁচে
কবিতা তো তোমারই মত পূর্ণস্তনী যুবতী রতির দরদে ভাসে
নাভী মূলে গুল্মের সানুদেশ শোনিতে সৌরভ অরণ্যের শীৎকার
মূঢ়মতি অক্ষর বৃত্তের বিমূর্ততায় প্রাচীনকাব্যে তোমার জঘন ঘেরা
কৌমুদী শাড়ীর তলে দিগন্তরেখা লাভাস্রোতে বিম্বিত মোমে মোড়া
শরীরের স্বসংবেদ খেলুড়ে শরীর দিয়ে খুলে দিক অন্ধকারের ভাঁজ
দেহ ভাস্কর্যে আহা! সমুখে বিষাক্ত সাপ রেখে খালি হাতে খেলা পাপ!
-স্বপ্নময় স্বপন©
ইঁদারার মত নদীর ডুবজল কোনোদিন করিনি সঞ্চয়
স্পর্শাতীত সুখে মিথুনরত কবুতর প্রয়োজনীয় সন্দেহে বাঁচে
কবিতা তো তোমারই মত পূর্ণস্তনী যুবতী রতির দরদে ভাসে
নাভী মূলে গুল্মের সানুদেশ শোনিতে সৌরভ অরণ্যের শীৎকার
মূঢ়মতি অক্ষর বৃত্তের বিমূর্ততায় প্রাচীনকাব্যে তোমার জঘন ঘেরা
কৌমুদী শাড়ীর তলে দিগন্তরেখা লাভাস্রোতে বিম্বিত মোমে মোড়া
শরীরের স্বসংবেদ খেলুড়ে শরীর দিয়ে খুলে দিক অন্ধকারের ভাঁজ
দেহ ভাস্কর্যে আহা! সমুখে বিষাক্ত সাপ রেখে খালি হাতে খেলা পাপ!
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ২৬/০৮/২০১৬besh vlo likhechen,,
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৮/২০১৬আদিরস!
-
ধ্রুব রাসেল ২৫/০৮/২০১৬অত্যন্ত চমৎকার করে, লোভনীয় ভাব, ভাষা ভঙ্গিমাতে তুলে ধরেছেন। ভাল লাগলো।