অস্পৃশ্য প্রেম-৪
(৪)
পর্ণমোচীর পাতার আড়ালে সূর্যাস্ত অতিধীর লয়ে হচ্ছে বিবস্ত্র
কুয়াশা জড়ানো সন্ধ্যারাত্র রঙিন ক্ষুধা আমার শোণিতে মেশালো
নগ্ন চামড়ার রন্ধ্রে রন্ধ্রে শানিত হতে থাকে যাবতীয় অস্ত্র
চোখের লেন্সের মধ্যে জৈবিক বিক্রিয়া ঘটে অতঃপর ঝাঁঝালো
জন্মের জন্য যার কাছে মানব সভ্যতা ঋণী যুগে যুগে
যৌনতা তারে বলে বাতাসে বাঘের মতন ওঁত পেতে থাকে
সুতার বুননের মত লেগে থাকে অঙ্গদের খাঁজে খাঁজে ভাঁজে ভাঁজে
বহাল তবিয়তে চলে নিষিদ্ধ কবিতার সাথে তার সহবাস
তোমার হাসির বেলাজ কামরতিতে ঘটে এক কবির সর্বনাশ
-স্বপ্নময় স্বপন©
পর্ণমোচীর পাতার আড়ালে সূর্যাস্ত অতিধীর লয়ে হচ্ছে বিবস্ত্র
কুয়াশা জড়ানো সন্ধ্যারাত্র রঙিন ক্ষুধা আমার শোণিতে মেশালো
নগ্ন চামড়ার রন্ধ্রে রন্ধ্রে শানিত হতে থাকে যাবতীয় অস্ত্র
চোখের লেন্সের মধ্যে জৈবিক বিক্রিয়া ঘটে অতঃপর ঝাঁঝালো
জন্মের জন্য যার কাছে মানব সভ্যতা ঋণী যুগে যুগে
যৌনতা তারে বলে বাতাসে বাঘের মতন ওঁত পেতে থাকে
সুতার বুননের মত লেগে থাকে অঙ্গদের খাঁজে খাঁজে ভাঁজে ভাঁজে
বহাল তবিয়তে চলে নিষিদ্ধ কবিতার সাথে তার সহবাস
তোমার হাসির বেলাজ কামরতিতে ঘটে এক কবির সর্বনাশ
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় ২৫/০৮/২০১৬ব হা , বাহা
-
মোনালিসা ২৪/০৮/২০১৬জাক্কাস
-
অঙ্কুর মজুমদার ২৪/০৮/২০১৬vlo......