পর জন্মে
নিশাচর সংসারের চতুর্দিকে বনহংসী উড়ে চলে যুগের পর যুগ
দশদিগন্তের অন্ধকার দাহের অগ্নিস্ফুলিঙ্গ বাতাসে কাশের কথুক
দর্শনের প্রাজ্ঞবাণীর অভিনব খতনামা এঁকে দিল খণ্ডিত উত্তরাধিকার
সদ্যজাত দুঃখের ঘাসে আমার একান্ত যাপিত জীবনের সর্বস্ব অন্ধকার
পৃথিবীর সমুদয় আদিম পশুত্বের কাছে দাসত্বের এক দ্রোহকাল
নাক্ষত্রিক আকাশে আঁধারের ঢেউ ঠেলে ঠেলে মৃতদেহে গোলাপের
পুনরুত্থান
জলতার চুড়িপরা নর্তকীর ঘাগরার ছোবলে সবকিছু কেড়ে হাসে জল
দ্রোহের অভিনব পথ বর্ণহীন জোনাকীর আলোয় ডুবন্ত সপ্তডিঙার
আখ্যান
জেনে গেছি সেদিনই সব নারীর স্থায়ী মানচিত্র প্রেমে স্বাচ্ছন্দ্যে বৈভবে
খুলে দিই শরীরের জ্যোৎস্নার বিনুনি কাঁচুলি লাজ-লজ্জ্বা অমৃত যৌবনে
আমার রক্তের ক্যানভাসে ওতপ্রোত মিশে থাকে জলের সৌন্দর্য শতাব্দীর
দাহে
বিষাদিত আকাশে মুক্ত বিশ্বের বঞ্চিত মানুষের কান্নার মান্যতা দেব
পরের জন্মে।
- স্বপ্নময় স্বপন©
দশদিগন্তের অন্ধকার দাহের অগ্নিস্ফুলিঙ্গ বাতাসে কাশের কথুক
দর্শনের প্রাজ্ঞবাণীর অভিনব খতনামা এঁকে দিল খণ্ডিত উত্তরাধিকার
সদ্যজাত দুঃখের ঘাসে আমার একান্ত যাপিত জীবনের সর্বস্ব অন্ধকার
পৃথিবীর সমুদয় আদিম পশুত্বের কাছে দাসত্বের এক দ্রোহকাল
নাক্ষত্রিক আকাশে আঁধারের ঢেউ ঠেলে ঠেলে মৃতদেহে গোলাপের
পুনরুত্থান
জলতার চুড়িপরা নর্তকীর ঘাগরার ছোবলে সবকিছু কেড়ে হাসে জল
দ্রোহের অভিনব পথ বর্ণহীন জোনাকীর আলোয় ডুবন্ত সপ্তডিঙার
আখ্যান
জেনে গেছি সেদিনই সব নারীর স্থায়ী মানচিত্র প্রেমে স্বাচ্ছন্দ্যে বৈভবে
খুলে দিই শরীরের জ্যোৎস্নার বিনুনি কাঁচুলি লাজ-লজ্জ্বা অমৃত যৌবনে
আমার রক্তের ক্যানভাসে ওতপ্রোত মিশে থাকে জলের সৌন্দর্য শতাব্দীর
দাহে
বিষাদিত আকাশে মুক্ত বিশ্বের বঞ্চিত মানুষের কান্নার মান্যতা দেব
পরের জন্মে।
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ২৪/০৮/২০১৬অছাম
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৮/২০১৬পরজন্ম সুখের হোক।
-
অঙ্কুর মজুমদার ২৩/০৮/২০১৬nice1