পরমাণু কাব্য- ২১ ২২
(২১)
কার সন্ধানে তুমি দিনমান উৎকণ্ঠিত
সে তো তোমারি সন্ধানে ব্যতিব্যস্ত
ভাঙ্গা আয়নার টুকরো কাঁচ কি
আবার ফিরে পাবে বালুকণা
কিংবা থালায় সাজানো ভাত
চাইলেই কি হতে পারে ফের শস্যদানা
তবে কেন এই উদভ্রান্ত উৎকণ্ঠা
বালখিল্যতা ঝেড়ে ফেলে মন
থির কর দূরে রাখ পুত পবিত্র তোমার আত্মা
সরাতে থাক আগামীর পরিবর্তিত পঙ্কিলতা
মিশে যেতে যেতে দূরগামী রেখায় না থামিয়ে গতি
নিজেই তুমি হয়ে ওঠ মহাজাগতিক রশ্মি।
স্বপ্নময় স্বপন©
(২২)
কপালের দেড়-দুই আঙ্গুল নীচে চোখ
তার থেকে আরো কয়েক আঙ্গুল ব্যবধানে চিবুক, ঠোঁট
চিবুক থেকে এক টাকর কিংবা একটু বেশী নীচে আরো দুটো চোখ
স্থির নির্বাক দৃষ্টি ফেলে চিত্তচঞ্চল আহ্বান
গভীর থেকে গভীরতর অন্ধকারে নিষিদ্ধ প্রলোভন
পুষ্পিত বহ্নিতে কামনার অকালবোধন'
স্বপ্নময় স্বপন©
কার সন্ধানে তুমি দিনমান উৎকণ্ঠিত
সে তো তোমারি সন্ধানে ব্যতিব্যস্ত
ভাঙ্গা আয়নার টুকরো কাঁচ কি
আবার ফিরে পাবে বালুকণা
কিংবা থালায় সাজানো ভাত
চাইলেই কি হতে পারে ফের শস্যদানা
তবে কেন এই উদভ্রান্ত উৎকণ্ঠা
বালখিল্যতা ঝেড়ে ফেলে মন
থির কর দূরে রাখ পুত পবিত্র তোমার আত্মা
সরাতে থাক আগামীর পরিবর্তিত পঙ্কিলতা
মিশে যেতে যেতে দূরগামী রেখায় না থামিয়ে গতি
নিজেই তুমি হয়ে ওঠ মহাজাগতিক রশ্মি।
স্বপ্নময় স্বপন©
(২২)
কপালের দেড়-দুই আঙ্গুল নীচে চোখ
তার থেকে আরো কয়েক আঙ্গুল ব্যবধানে চিবুক, ঠোঁট
চিবুক থেকে এক টাকর কিংবা একটু বেশী নীচে আরো দুটো চোখ
স্থির নির্বাক দৃষ্টি ফেলে চিত্তচঞ্চল আহ্বান
গভীর থেকে গভীরতর অন্ধকারে নিষিদ্ধ প্রলোভন
পুষ্পিত বহ্নিতে কামনার অকালবোধন'
স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ২২/০৮/২০১৬vlo......
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৮/২০১৬সব কি বুঝা যায়? কিছু বুঝেছি।