অস্পৃশ্য প্রেম
আমার ডানহাতের স্পর্শে হলদে শিহরণ;
তোমার স্রোতেলা শরীরের ফলন্ত ত্রিকোণ
পাপিষ্ঠ বিছানার আঁধারেযৌনতার শ্লোগান
তোমার স্রোতেলা শরীরের ফলন্ত ত্রিকোণ
পাপিষ্ঠ বিছানার আঁধারেযৌনতার শ্লোগান
জোৎস্না ঢালে সুগন্ধী যুক্তি তর্কের
চাঁদের গা থেকে খুলে পড়ছে কাঁচুলি
প্রখর পিঠের কমলারা সুন্দর মায়াবী
চাঁদের গা থেকে খুলে পড়ছে কাঁচুলি
প্রখর পিঠের কমলারা সুন্দর মায়াবী
তোমার উষ্ণ ভরাট বিল্বফলদ্বয়
সুমসৃণ মাংসল প্রশস্ত জঙ্ঘাদ্বয়
বাহারি কবিতা জ্বালায় যৌনতা
সুমসৃণ মাংসল প্রশস্ত জঙ্ঘাদ্বয়
বাহারি কবিতা জ্বালায় যৌনতা
ঠোঁটে জমে চুম্বনের লালারঅভিশাপ
ভয়াবহ কালরাত্রির নিরত তমসা
স্বার্থের নপুংশুক থুতু ভরা কনডমে
পুঁজিবাদি সঙ্গমের ঘর্মাক্ত চেতনা।
ভয়াবহ কালরাত্রির নিরত তমসা
স্বার্থের নপুংশুক থুতু ভরা কনডমে
পুঁজিবাদি সঙ্গমের ঘর্মাক্ত চেতনা।
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ২০/০৮/২০১৬একদম অন্যরকম । খুব সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৮/২০১৬পড়েছি। আর দেখেছি অনেক নতুনত্ব!