পরমাণু কাব্য-১৪
(১৪)
আলো নেই আলো নেই নিরবিচ্ছিন্ন আঁধার
মধু লোভী সর্বনাশী করাল ঘৃণায় সুর বিনাশী
উৎকট খোলসে লালসার তোড়ে হা করে আছে ভাগার
শ্বাসমূলে জল জমে কার্বনের আধিক্যে ফুসফুসের চিলেকোঠায়
নির্মোহ প্রান্তরে ধূপছায়ামুখ ক্রমশঃ দূরগামী রেখায় অপসৃয়মান
অজস্র প্রতারিত বীজের ক্রোড়ে থাকা স্বপ্নরা গোধূলি সন্ধ্যায় ধাবমান
দক্ষিণা বাতাসের প্রহরায় মৃত আর অবসাদময় নিঃসঙ্গতার বারিধারায়
ভিজতে থাকে প্রতীক্ষিত সম্ভাবনা যূথবদ্ধ প্রার্থনার।
- স্বপ্নময় স্বপন©
আলো নেই আলো নেই নিরবিচ্ছিন্ন আঁধার
মধু লোভী সর্বনাশী করাল ঘৃণায় সুর বিনাশী
উৎকট খোলসে লালসার তোড়ে হা করে আছে ভাগার
শ্বাসমূলে জল জমে কার্বনের আধিক্যে ফুসফুসের চিলেকোঠায়
নির্মোহ প্রান্তরে ধূপছায়ামুখ ক্রমশঃ দূরগামী রেখায় অপসৃয়মান
অজস্র প্রতারিত বীজের ক্রোড়ে থাকা স্বপ্নরা গোধূলি সন্ধ্যায় ধাবমান
দক্ষিণা বাতাসের প্রহরায় মৃত আর অবসাদময় নিঃসঙ্গতার বারিধারায়
ভিজতে থাকে প্রতীক্ষিত সম্ভাবনা যূথবদ্ধ প্রার্থনার।
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য মুহাম্মাদ জান ১৯/০৮/২০১৬হূদয় ছুঁয়ে গেল
-
অঙ্কুর মজুমদার ১৭/০৮/২০১৬..vlo...
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৮/২০১৬ভালো। আর নামটি একটু নিচে লিখতে হবে।
-
মোবারক হোসেন ১৭/০৮/২০১৬খুব সুন্দর কবিতা। ব্যতিক্রম সব কিছুই সুন্দর!