বদলানো
বদলাতে চাই বদলে যাই
চাইলেই কি যাওয়া যায়
ইচ্ছে ঘোরে মনের মাঝে
বাস্তবেতে হিসেব কষে
অন্যেরা কি করছে খোঁজে
তারপরেতে ভাবতে থাকে
উচিত অনুচিতের দ্বন্দ্ব
বুকের ভিতর শুধু সন্দ
এভাবে কি বদল হয়
যেতে চাইলে যাওয়া যায়। - স্বপ্নময় স্বপন©
চাইলেই কি যাওয়া যায়
ইচ্ছে ঘোরে মনের মাঝে
বাস্তবেতে হিসেব কষে
অন্যেরা কি করছে খোঁজে
তারপরেতে ভাবতে থাকে
উচিত অনুচিতের দ্বন্দ্ব
বুকের ভিতর শুধু সন্দ
এভাবে কি বদল হয়
যেতে চাইলে যাওয়া যায়। - স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/০৯/২০১৬nice1
-
অঙ্কুর মজুমদার ১৪/০৮/২০১৬vlo,,,,,
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৮/২০১৬ভাষা আরও কাব্যময় করতে হবে।