মহাকালের খাঁড়া
জটিল ঘূর্ণাবর্তের থেকে বেরিয়ে আসা এখন কঠিনতর
বহমান জীবনধারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে
কেমন উদাসীন যেন সবকিছু ঠিকঠাক পূর্বের চেয়ে শ্রেয়তর
প্রযুক্তির উৎকর্ষতার বেগবান গতির তাড়নায়
শিল্পের সৌকর্য ম্লান ন্যুব্জ আবেগ অহর্নিশি কাতরায়
মানবমুক্তির ফাঁকা বুলির মোড়কে নব্য ঔপনিবেশের জয়োৎসব
অসাধারণ অভিনয়ে সাম্রাজ্যবাদের নিত্য নতুন পারঙ্গমতায়
বিমোহিত সমাজ, রাষ্ট্র, মানবের বাকরুদ্ধ স্তব
চাকচিক্যময় রঙিন স্বপ্নময় যাপিত জীবনের অন্তরালে
পুঞ্জিভূত পুঁজির দৌর্দণ্ডপ্রতাপ বিলুপ্তপ্রায় চেতনাপুঁজিবাদেরগ্রাসে
বন্ধনহীন বন্ধনে আজ মানুষ খুঁজে ফিরে শান্তির সন্ধান
চেতনায় বিষবাষ্প, রঙিন চশমায় সকলে মদমত্ত
সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ধর্মাশ্রয়ী ধর্মবিদ্বেষী
সবকিছুই আজ বিপণন সামগ্রী
ধনতন্ত্রের আঁচলে মুখ গুঁজে চলে গনতন্ত্রের অভিযাত্রা
মার্ক্স লেনিন চে গুয়েভারা-রা আজ নির্বাসিত বিস্মৃতির চিলেকোঠায়
পুঁজিপতিদের নিয়ন্ত্রিত অর্থনীতিতে ক্ষমতালিপ্সুদের পুঁজিস্ফীতি
শ্রেনীশোষণে বঞ্চিত নিরন্নদের বেঁচে থাকার বিলাসিতা
ফেমিনিস্ট,কম্যুনিস্ট সব মতবাদের বাদানুবাদে মুখ থুবড়ে পড়ে থাকেমানবতা
খুঁড়িয়ে খুঁড়িয়ে শম্বুকগতির বিবেকের দৃশ্যমান চলমানতা
অস্থির পুঁজির অস্থিরতায় দিনানুদিনের অনিশ্চয়তায়
নারী নিজেই নিজেকে করে তুলছে পণ্য – নারীমুক্তির দোহাই পেড়ে
উন্মুক্ত তার দেহাংশ শরীরী ভাষায় যৌনতা আজ অবমুক্ত
সংসার দুরাচার, মনে বিভ্রম, চেতনা নেশাসক্ত, মূল্যবোধ বৃত্তাবদ্ধ
অর্থ অনর্থের দোলাচলে বিলাসী বৈভবের লালসায় দৃষ্টি নারীর
উরুতে নিবদ্ধ।
প্রজন্ম থেকে প্রজন্মে নব্য পুঁজিবাদের আগ্রাসনে কে বাছে কাঁড়া-আকাঁড়া;
নিঃশব্দে বয়ে চলে জন্ম জন্মান্তরের কথকতা –সম্মুখে
অগ্রসরমান মহাকালের খাঁড়া।
-স্বপ্নময় স্বপন©
বহমান জীবনধারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে
কেমন উদাসীন যেন সবকিছু ঠিকঠাক পূর্বের চেয়ে শ্রেয়তর
প্রযুক্তির উৎকর্ষতার বেগবান গতির তাড়নায়
শিল্পের সৌকর্য ম্লান ন্যুব্জ আবেগ অহর্নিশি কাতরায়
মানবমুক্তির ফাঁকা বুলির মোড়কে নব্য ঔপনিবেশের জয়োৎসব
অসাধারণ অভিনয়ে সাম্রাজ্যবাদের নিত্য নতুন পারঙ্গমতায়
বিমোহিত সমাজ, রাষ্ট্র, মানবের বাকরুদ্ধ স্তব
চাকচিক্যময় রঙিন স্বপ্নময় যাপিত জীবনের অন্তরালে
পুঞ্জিভূত পুঁজির দৌর্দণ্ডপ্রতাপ বিলুপ্তপ্রায় চেতনাপুঁজিবাদেরগ্রাসে
বন্ধনহীন বন্ধনে আজ মানুষ খুঁজে ফিরে শান্তির সন্ধান
চেতনায় বিষবাষ্প, রঙিন চশমায় সকলে মদমত্ত
সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ধর্মাশ্রয়ী ধর্মবিদ্বেষী
সবকিছুই আজ বিপণন সামগ্রী
ধনতন্ত্রের আঁচলে মুখ গুঁজে চলে গনতন্ত্রের অভিযাত্রা
মার্ক্স লেনিন চে গুয়েভারা-রা আজ নির্বাসিত বিস্মৃতির চিলেকোঠায়
পুঁজিপতিদের নিয়ন্ত্রিত অর্থনীতিতে ক্ষমতালিপ্সুদের পুঁজিস্ফীতি
শ্রেনীশোষণে বঞ্চিত নিরন্নদের বেঁচে থাকার বিলাসিতা
ফেমিনিস্ট,কম্যুনিস্ট সব মতবাদের বাদানুবাদে মুখ থুবড়ে পড়ে থাকেমানবতা
খুঁড়িয়ে খুঁড়িয়ে শম্বুকগতির বিবেকের দৃশ্যমান চলমানতা
অস্থির পুঁজির অস্থিরতায় দিনানুদিনের অনিশ্চয়তায়
নারী নিজেই নিজেকে করে তুলছে পণ্য – নারীমুক্তির দোহাই পেড়ে
উন্মুক্ত তার দেহাংশ শরীরী ভাষায় যৌনতা আজ অবমুক্ত
সংসার দুরাচার, মনে বিভ্রম, চেতনা নেশাসক্ত, মূল্যবোধ বৃত্তাবদ্ধ
অর্থ অনর্থের দোলাচলে বিলাসী বৈভবের লালসায় দৃষ্টি নারীর
উরুতে নিবদ্ধ।
প্রজন্ম থেকে প্রজন্মে নব্য পুঁজিবাদের আগ্রাসনে কে বাছে কাঁড়া-আকাঁড়া;
নিঃশব্দে বয়ে চলে জন্ম জন্মান্তরের কথকতা –সম্মুখে
অগ্রসরমান মহাকালের খাঁড়া।
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।