শরীর বৃত্তীয়
কি এমন মহাভারত অশুদ্ধ হবে তোমার
বাঘবন্দী নিয়মের বেড়াজাল ভেঙে
তোমার সমস্ত শরীর ব্যেপে আমার দক্ষযজ্ঞে
সভ্যতায় বিন্যস্ত শরীর একটিবার ছুঁয়ে দিলে
এমন কি অশুচি গ্রাস করবে তোমাকে
উষ্ণ সৌন্দর্যের সবটুকু প্রাণরস শুষে নেব
আপাদমস্তক চুম্বনে মন্থনে অবলীলায়
অধীর অস্থির করে দেব আদিম আকাঙ্খার দৃশ্যপট
উদ্ভাসিত ফসলী বিছানা অস্তিত্বের তপ্ত নিঃশ্বাসে
তাতে কি এমন এসে যাবে
দেহভঙ্গিমার নগ্নতা জাগায় অদ্ভুত অচেনা নেশা
অনুভুত হতে থাকে সর্বগ্রাসী ক্ষুধা প্রতিপলে
তোমার রক্তিম ঠোঁট,উপাদেয় জঙ্ঘা, সুডৌল পয়োধর হতে
ভেসে আসা চন্দনের ঘ্রান ক্রমাগত রক্তে ঝড় তোলে
শিশিরে ভেজা বাদামী শরীরের প্রচ্ছদ ছিঁড়ে
তোমায় আদিম অশ্বের পিঠে সাওয়ার করালে
কি আর ক্ষতি বৃদ্ধি হবে
নির্ভেজাল অতৃপ্ত নেশায় বুঁদ হয়ে থাকে শরীর
শরীরের টানে। - স্বপ্নময় স্বপন©
বাঘবন্দী নিয়মের বেড়াজাল ভেঙে
তোমার সমস্ত শরীর ব্যেপে আমার দক্ষযজ্ঞে
সভ্যতায় বিন্যস্ত শরীর একটিবার ছুঁয়ে দিলে
এমন কি অশুচি গ্রাস করবে তোমাকে
উষ্ণ সৌন্দর্যের সবটুকু প্রাণরস শুষে নেব
আপাদমস্তক চুম্বনে মন্থনে অবলীলায়
অধীর অস্থির করে দেব আদিম আকাঙ্খার দৃশ্যপট
উদ্ভাসিত ফসলী বিছানা অস্তিত্বের তপ্ত নিঃশ্বাসে
তাতে কি এমন এসে যাবে
দেহভঙ্গিমার নগ্নতা জাগায় অদ্ভুত অচেনা নেশা
অনুভুত হতে থাকে সর্বগ্রাসী ক্ষুধা প্রতিপলে
তোমার রক্তিম ঠোঁট,উপাদেয় জঙ্ঘা, সুডৌল পয়োধর হতে
ভেসে আসা চন্দনের ঘ্রান ক্রমাগত রক্তে ঝড় তোলে
শিশিরে ভেজা বাদামী শরীরের প্রচ্ছদ ছিঁড়ে
তোমায় আদিম অশ্বের পিঠে সাওয়ার করালে
কি আর ক্ষতি বৃদ্ধি হবে
নির্ভেজাল অতৃপ্ত নেশায় বুঁদ হয়ে থাকে শরীর
শরীরের টানে। - স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃইস্রাফিল হোসেন ২২/০৮/২০১৬
-
গোপেশ দে ১২/০৮/২০১৬খুব সুন্দর
- মোঃইস্রাফিল হোসেন
তুমি শীয়রে শয্যায়
নির্বিকার উদ্বেগের
ভাষাহীন কামনায়।
ভাবছো বসন্ত চলে যায়
অনন্ত তৃষ্ণার অন্তহীন ব্যাথায়।
তোমার গোলাপি পাহাড়
শুভ্র উরু উষ্ণ কামনাক্লিষ্ট ঠোঁট
সবই যেন শুকিয়ে যাচ্ছে
উদ্বেগ আর শূন্যতায়।
তুমি চেয়ে আছো পথে বিপথে
সীমাহীন স্বপ্ন লুকিয়ে
চাতক পাখির মতো তৃষ্ণা মিতাতে।
তুমি প্রেয়সী নও বন্ধু আমার
দুরাশার অবিরাম স্বপ্ন পথে
যেওনা আবার।
ফিরে এসো
স্পর্শ কর ও অনুভব কর
দগ্ধ হৃদয়কে সিক্ত কর।