অতঃপর একদিন আমি
ভাঙনের নিরাশ্রয়ী পথে ভেঙে যেতে যেতে
একদিন ভেসে যাব আমি অনিশ্চিত যাত্রায়
আমার বিলাপ, দীর্ঘশ্বাস দু'চোখে সমুদ্র সফেন
রাত্রির অন্ধকার প্রদেশে অর্থহীন
চিত্রনাট্যের হাতবদলের মত মৃত অনুভূতির
দুর্লভ অবসাদের নীলে নীল হতে হতে
একদিন উড়ে যাব আত্মঘাতী বিমুগ্ধ জোছনায়
ঘর শূন্য একাকীত্বের বিনম্র অনুরাগ ছুঁতে ছুঁতে
বৃষ্টি ভেজা প্রকৃতির হিমায়িত আঁধারের প্রচ্ছদ ছিঁড়ে
একদিন ডুবে যাব বিপ্রতীপ মায়ার স্বপ্নান্ধ শিশিরে
নিদ্রাভ্রম চাঁদের নীল জামায় নত্রর বোতাম গেঁথে গেঁথে
স্পর্শের একান্ত ইচ্ছায় ছন্দময় কেঁপে ওঠে নিদ্রাহীন চোখ
অস্থির চোখের মত রাতের বাতাস চলে যায় নিদ্রা কুড়ায়ে
একদিন চলে যাব চোখের দৃষ্টি ফেলে আসা পথে দূরগামী রেখায়
সোনালী রোদের স্বপ্নে স্মৃতির বিমুগ্ধ তুষার খুঁড়তে খুঁড়তে
একদিন লীন হয়ে যাব আমি বিস্মরণের দমকা হাওয়ায়
দুঃস্বপের ভূগোলে প্রতিনিয়ত জন্মাতে জন্মাতে
অন্ধকারে ছায়া হয়ে মিশে যাব স্বপ্নপুরনের আজন্ম আকাঙ্ক্ষায়
পিচ্ছিলশৈবালে আবছায়া অন্ধকার জলে জীবনকেস্মরণ করতে করতে
একদিন আলিঙ্গন করব মৃত্যুকে আমার হৃদয়ে
স্বপ্রেমিক প্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্বযুদ্ধে যুঝতে যুঝতে
একদিন ঠিকই কাটিয়েদেবঅভূমিষ্ট শৈশবের অফুরন্ত প্রহর চিরনিদ্রায়
আত্মভোলা মেঘের সাথে চুম্বক পাহাড়ের অবোধ মিলনের খাণ্ডবদাহনে
দমকা হাওয়ায় বিরহী হৃদয়ের ক্লান্তি ঝরে পরার অপেক্ষায় ...
নিশি পাওয়া মানুষের বিরহ উন্মত্ত ঝর্ণার অঝোর ধারায়
ঠিকানাবিহীন ফেলে রেখে প্রেমহীন অন্ধকারে উদ্দেশ্যবিহীন বিষণ্ণতায়
একদিন ঠিকই শেষ সন্ধ্যের রক্তিম শীতার্ত বাতাসের মধ্যে
বারংবার কামনার অন্তিম দরজার বূকে মাথা ঠূকে ঠূকে
নিরাকার অধীরতা থেকে নেমে আসা উজ্জ্বল দ্যুতির টানে
অতঃপর আমি একা নীরবে নিভৃতে নেব বিদায়।
স্বপ্নময় স্বপন©
একদিন ভেসে যাব আমি অনিশ্চিত যাত্রায়
আমার বিলাপ, দীর্ঘশ্বাস দু'চোখে সমুদ্র সফেন
রাত্রির অন্ধকার প্রদেশে অর্থহীন
চিত্রনাট্যের হাতবদলের মত মৃত অনুভূতির
দুর্লভ অবসাদের নীলে নীল হতে হতে
একদিন উড়ে যাব আত্মঘাতী বিমুগ্ধ জোছনায়
ঘর শূন্য একাকীত্বের বিনম্র অনুরাগ ছুঁতে ছুঁতে
বৃষ্টি ভেজা প্রকৃতির হিমায়িত আঁধারের প্রচ্ছদ ছিঁড়ে
একদিন ডুবে যাব বিপ্রতীপ মায়ার স্বপ্নান্ধ শিশিরে
নিদ্রাভ্রম চাঁদের নীল জামায় নত্রর বোতাম গেঁথে গেঁথে
স্পর্শের একান্ত ইচ্ছায় ছন্দময় কেঁপে ওঠে নিদ্রাহীন চোখ
অস্থির চোখের মত রাতের বাতাস চলে যায় নিদ্রা কুড়ায়ে
একদিন চলে যাব চোখের দৃষ্টি ফেলে আসা পথে দূরগামী রেখায়
সোনালী রোদের স্বপ্নে স্মৃতির বিমুগ্ধ তুষার খুঁড়তে খুঁড়তে
একদিন লীন হয়ে যাব আমি বিস্মরণের দমকা হাওয়ায়
দুঃস্বপের ভূগোলে প্রতিনিয়ত জন্মাতে জন্মাতে
অন্ধকারে ছায়া হয়ে মিশে যাব স্বপ্নপুরনের আজন্ম আকাঙ্ক্ষায়
পিচ্ছিলশৈবালে আবছায়া অন্ধকার জলে জীবনকেস্মরণ করতে করতে
একদিন আলিঙ্গন করব মৃত্যুকে আমার হৃদয়ে
স্বপ্রেমিক প্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্বযুদ্ধে যুঝতে যুঝতে
একদিন ঠিকই কাটিয়েদেবঅভূমিষ্ট শৈশবের অফুরন্ত প্রহর চিরনিদ্রায়
আত্মভোলা মেঘের সাথে চুম্বক পাহাড়ের অবোধ মিলনের খাণ্ডবদাহনে
দমকা হাওয়ায় বিরহী হৃদয়ের ক্লান্তি ঝরে পরার অপেক্ষায় ...
নিশি পাওয়া মানুষের বিরহ উন্মত্ত ঝর্ণার অঝোর ধারায়
ঠিকানাবিহীন ফেলে রেখে প্রেমহীন অন্ধকারে উদ্দেশ্যবিহীন বিষণ্ণতায়
একদিন ঠিকই শেষ সন্ধ্যের রক্তিম শীতার্ত বাতাসের মধ্যে
বারংবার কামনার অন্তিম দরজার বূকে মাথা ঠূকে ঠূকে
নিরাকার অধীরতা থেকে নেমে আসা উজ্জ্বল দ্যুতির টানে
অতঃপর আমি একা নীরবে নিভৃতে নেব বিদায়।
স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৭/০৯/২০১৬সুন্দর একটি কবিতা
-
অঙ্কুর মজুমদার ১২/০৮/২০১৬vlo...........