www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জলজ

ভালোবাসার  জলসিঁড়িতে শ্যাওলাধরা মনুষ্যত্বের জন্মসূত্রের খোঁজে
জলবেদনার আয়ূরেখায় পার করেচলেছিঅজস্র পরাজিতসময় লালজলের স্রোতে
জলসংসারের জলবদ্ধতা জলময় হয়ে জ্বলে জলের আর্তনাদে
জলের জ্বলনে ভাসে রুপালী আত্মা জলোচ্ছ্বাসের গহীন অন্ধকার গিরীটতলে
স্মৃতি বিস্মরণ জলযৌবন জলানলে গাঁথে জলমালা
জলের আদরে জলবন্দী জলজ জীবনের অবসাদ নিঃসঙ্গতা
কুড়নো জলে বিম্বিত জলবিষাদের চিত্রপট ক্রমাগত বাষ্পভুত হতে হতে
ধুয়ে যায় মুছে যায় মিশে যায় জলরাত্রির প্রসারিত দীর্ঘশ্বাসের মেঘজলে
জলে শ্বাস জলে আশ জলপরীর স্বপ্নীল জলাভাস
জলে জন্ম জলে মৃত্যু জলের আদি জলের অন্ত জলেতে বসবাস
জলকণ্ঠ ছুঁয়ে যায় জলতৃষার্ত লাঞ্ছিত অভিমান নীল অপরাজিতার ঘ্রাণে
জলঝরা জলবারান্দায় রাত ভোর হয়ে যায় জলপাখিদের কথোপকথনে
জলকষ্টের অঞ্জলী জমে থাকে জলবঞ্চিত জলশিশুদের অম্বুদ দৃষ্টিকোণে
জলের অতলে জলনূপুরের ঝংকারে স্বপ্নশব্দ ব্যস্ত নিভৃত সন্তরণে
ভয় আর দ্বিধায় জলরাত্রির অন্ধ গুহায় উন্মগ্ন বোধ অর ধ্বনিতে ডুবু ডুবু
জলজ জমিতে মিশে থাকা জলবিষণ্ণ ঠোঁটের জলচুমু
জোছনাধোয়া মধ্যরাতে স্বৈরিণীর মগনকলায় জলদহন ঘনীভূত
জলপ্রকৃতির বাঁক বদলে নির্বাক চেয়ে থাকে জলমগ্ন একাকীত্ব
জলশূন্য ঘরশূন্য শূন্যতায় একাকার  জলে চলে বিকিকিনি জলব্যথা জলের দর
নৈঃশব্দের নীল আগুন ছোঁয়া জলের উপর শুয়ে আছি প্রাণহীন এক জলচর।
- স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast