অনুভুতি
মেদুর মেঘমালা জমতে শুরু করেছে একটু একটু করে বৃষ্টির অপেক্ষায়
কথাগুলো বদলে যাচ্ছে ফেলে আসা অভিমানের মোড়কে আজন্ম আতঙ্কে
কুরে কুরে খাচ্ছে অতীত ভবিষ্যতের রঙিন স্বপ্ন সুন্দর ঘুম হন্তারক পতঙ্গে
উচ্ছ্বাসের নির্বাক চিন্তাগুলো আটকে থাকে শব্দফল ঝরে পড়ারআকাঙ্খায়
সৃষ্টি মৃত্যু নিঃসঙ্গতা ভাবাবেগের রাশি রাশি বালুকণা হয়ে ভেঙে পড়ে
চোখের কোণে
সময়ের সাথে হৃদয়ের জমে থাকা জল আমার ইচ্ছাগুলো দূরগামী বিলাসী
প্রচণ্ড হেঁয়ালী নিয়ে আমার পরাজিত সময় ভেজা বাতাসে জ্বলতে থাকা
নক্ষত্রের মতো পিয়াসী
তৃষ্ণা মেটানো সকালের পাখির মতো অবিনাশী অভিলাষের জন্যে
আকুলতা মিলিয়ে গেছে
নিঃশব্দ লিপ্তির জন্যে বিষাদ ক্রোধের সঞ্চার মার্জনা পাবে না ব্যাকুল
নীলের কাছে
অন্তরে অসহায়বোধ নিঃস্পৃহ দৃষ্টি অসময় বসে আছি নিস্তব্ধ শূন্যতার নীল
হিমাঙ্করেখায়
আমার তীব্র যন্ত্রণা শুষে নিয়েছে অনাগত জন্মের সম্ভাবনা অজস্র স্মৃতির
অন্তরের পৃষ্ঠায়
শূন্যে লিখি কালি কলমের সম্পর্ক অর্থহীন দুঃখবোধ মেঘলা আকাশের
সুপ্ত আকুতি
রাত্রির আয়ূরেখায় বিষণ্ণ অনুভবে খরাবুক বিদগ্ধ অনুভুতি।
- স্বপ্নময় স্বপন©
কথাগুলো বদলে যাচ্ছে ফেলে আসা অভিমানের মোড়কে আজন্ম আতঙ্কে
কুরে কুরে খাচ্ছে অতীত ভবিষ্যতের রঙিন স্বপ্ন সুন্দর ঘুম হন্তারক পতঙ্গে
উচ্ছ্বাসের নির্বাক চিন্তাগুলো আটকে থাকে শব্দফল ঝরে পড়ারআকাঙ্খায়
সৃষ্টি মৃত্যু নিঃসঙ্গতা ভাবাবেগের রাশি রাশি বালুকণা হয়ে ভেঙে পড়ে
চোখের কোণে
সময়ের সাথে হৃদয়ের জমে থাকা জল আমার ইচ্ছাগুলো দূরগামী বিলাসী
প্রচণ্ড হেঁয়ালী নিয়ে আমার পরাজিত সময় ভেজা বাতাসে জ্বলতে থাকা
নক্ষত্রের মতো পিয়াসী
তৃষ্ণা মেটানো সকালের পাখির মতো অবিনাশী অভিলাষের জন্যে
আকুলতা মিলিয়ে গেছে
নিঃশব্দ লিপ্তির জন্যে বিষাদ ক্রোধের সঞ্চার মার্জনা পাবে না ব্যাকুল
নীলের কাছে
অন্তরে অসহায়বোধ নিঃস্পৃহ দৃষ্টি অসময় বসে আছি নিস্তব্ধ শূন্যতার নীল
হিমাঙ্করেখায়
আমার তীব্র যন্ত্রণা শুষে নিয়েছে অনাগত জন্মের সম্ভাবনা অজস্র স্মৃতির
অন্তরের পৃষ্ঠায়
শূন্যে লিখি কালি কলমের সম্পর্ক অর্থহীন দুঃখবোধ মেঘলা আকাশের
সুপ্ত আকুতি
রাত্রির আয়ূরেখায় বিষণ্ণ অনুভবে খরাবুক বিদগ্ধ অনুভুতি।
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৮/২০১৬লাইনগুলো ঠিকভাবে সাজালে কবিতা আরও সুন্দর হবে।