অভীপ্সা
উত্তপ্ত মরুতে চাতকের দৃষ্টি নিয়ে অনেকটা দূর থেকে কথা হয়েছিলআমাদের
হয়েছিল কি ? নাকি কখনই হয়নি...মনে নেই...উষ্ণ বুকের মাঝে ভালোবাসার
স্বপ্নবিলাসে আমার নিঃশ্বাসে শুনি কতিপয় তৎসম তদ্ভব শব্দের মর্মবেদনে
তোমার বিরহে মায়াবি জ্যোৎস্নার নিদ্রাভ্রম চাঁদের সুলভভাবসম্প্রসারণ
বিস্মৃত মুহূর্তের বিমূর্ত স্বর প্রশ্নবোধক চিহ্নে সনাক্ত করে কালের দীর্ঘশ্বাস।
নির্ভেজাল অভিমানে যতবার নিজেকে সমর্পণ করি অধিবাস্তবতার অন্ধকুপে
স্বপ্ন কিংবা স্বপ্ন বদলের ছায়া, রক্তের ফ্রেমে বাঁধা প্রেম কিংবা প্রেমহীনতা,
ততবারই বাঁক বদলে বদলে টেনে এনে দাঁড় করিয়ে দেয় প্রাণের প্রতিবিম্বে
অদূরে একা স্মৃতির এক টুকরো কাঁচ তার জন্মসূত্র খোঁজে অবিরামভাবে
বেয়াক্কেল আমি আজও তোমার প্রেমে হাবুডুবু খাই অহর্নিশি
দমকা হাওয়ায় মিলনের অভীপ্সা বিষাদের আকাশে উড়ে উড়ে ক্লান্ত
বৃষ্টির রাতে নৃত্যের তুমুল উন্মাদনায় নেশা ধরে ধরে তোমার বায়বী
সুড়ঙ্গে চুমু খাই , ঢুকে পড়ি ধোঁয়ার মেঘে বিপন্ন মধ্যরাতে,দেখি,
অতলে তার প্রত্নসাগরের ভয়াল অন্ধকার অভিজ্ঞতা শেখায় কিভাবে
বেড়ে ওঠে মুঠোভর্তি অন্ধকারে পবিত্র নরক! গোপন-প্রকাশ্যে কল্পনার
নীল রাত্রির প্রেম-উৎসব বিষাদের মোম-শরীর গলে মৃত্যুকে বেঁধেরেখে
বিস্মৃতির পারদ ছেঁড়া চোখ দুঃস্বপ্ন পূরনের শোকে-অভিমানের নোনাকবিতা
বিধবস্ত সময়ের লোনা তরঙ্গে ভাসমান আদিম আকাঙ্খার দৃশ্যহীনসখ্যতা
স্বপ্নের পসরা নিয়ে দৃষ্টির অঙ্গারে পুড়ে পুড়ে পরস্পর বিচ্ছিন্ন হই বোধের বিভাজনে
ঘাট না চেনা হরিদাসের মতো নিখোঁজ হতে হতে অনাথঅপেক্ষমান নিজেকেবিসর্জনে
ভেসে যাবো যে কোন দিন কিংবদন্তী হওয়ার নেশায় সমুদ্রদেবীর প্রেমবানে কৃষ্ণরাতেরগহ্বরে। - স্বপ্নময় স্বপন©
হয়েছিল কি ? নাকি কখনই হয়নি...মনে নেই...উষ্ণ বুকের মাঝে ভালোবাসার
স্বপ্নবিলাসে আমার নিঃশ্বাসে শুনি কতিপয় তৎসম তদ্ভব শব্দের মর্মবেদনে
তোমার বিরহে মায়াবি জ্যোৎস্নার নিদ্রাভ্রম চাঁদের সুলভভাবসম্প্রসারণ
বিস্মৃত মুহূর্তের বিমূর্ত স্বর প্রশ্নবোধক চিহ্নে সনাক্ত করে কালের দীর্ঘশ্বাস।
নির্ভেজাল অভিমানে যতবার নিজেকে সমর্পণ করি অধিবাস্তবতার অন্ধকুপে
স্বপ্ন কিংবা স্বপ্ন বদলের ছায়া, রক্তের ফ্রেমে বাঁধা প্রেম কিংবা প্রেমহীনতা,
ততবারই বাঁক বদলে বদলে টেনে এনে দাঁড় করিয়ে দেয় প্রাণের প্রতিবিম্বে
অদূরে একা স্মৃতির এক টুকরো কাঁচ তার জন্মসূত্র খোঁজে অবিরামভাবে
বেয়াক্কেল আমি আজও তোমার প্রেমে হাবুডুবু খাই অহর্নিশি
দমকা হাওয়ায় মিলনের অভীপ্সা বিষাদের আকাশে উড়ে উড়ে ক্লান্ত
বৃষ্টির রাতে নৃত্যের তুমুল উন্মাদনায় নেশা ধরে ধরে তোমার বায়বী
সুড়ঙ্গে চুমু খাই , ঢুকে পড়ি ধোঁয়ার মেঘে বিপন্ন মধ্যরাতে,দেখি,
অতলে তার প্রত্নসাগরের ভয়াল অন্ধকার অভিজ্ঞতা শেখায় কিভাবে
বেড়ে ওঠে মুঠোভর্তি অন্ধকারে পবিত্র নরক! গোপন-প্রকাশ্যে কল্পনার
নীল রাত্রির প্রেম-উৎসব বিষাদের মোম-শরীর গলে মৃত্যুকে বেঁধেরেখে
বিস্মৃতির পারদ ছেঁড়া চোখ দুঃস্বপ্ন পূরনের শোকে-অভিমানের নোনাকবিতা
বিধবস্ত সময়ের লোনা তরঙ্গে ভাসমান আদিম আকাঙ্খার দৃশ্যহীনসখ্যতা
স্বপ্নের পসরা নিয়ে দৃষ্টির অঙ্গারে পুড়ে পুড়ে পরস্পর বিচ্ছিন্ন হই বোধের বিভাজনে
ঘাট না চেনা হরিদাসের মতো নিখোঁজ হতে হতে অনাথঅপেক্ষমান নিজেকেবিসর্জনে
ভেসে যাবো যে কোন দিন কিংবদন্তী হওয়ার নেশায় সমুদ্রদেবীর প্রেমবানে কৃষ্ণরাতেরগহ্বরে। - স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১০/০৮/২০১৬vlo...
-
নাবিক ১০/০৮/২০১৬সুন্দর
-
এস, এম, আরশাদ ইমাম ১০/০৮/২০১৬বেশ সুন্দর।