বৃষ্টি হলে
বৃষ্টি হলেই মেঘে মেঘে জীবন যাপন
বৃষ্টি হলেই নীরবতার নিষিদ্ধ গোপন
বৃষ্টি হলেই অসমাপ্ত ছবি আঁকতে আঁকতে নেশায় বুঁদ
বৃষ্টি হলেই নৈঃশব্দের তুঁষের আগুন শান্তির ঘুম
বৃষ্টি হলেই পোড়া অবয়ব বিকেল জুড়ে কান্না দুপুর
বৃষ্টি হলেই বৃষ্টিবেলায় ভেজা বাতাসে বকুলের সুর
বৃষ্টি হলেই বিবর্ণ সব কৃষ্ণ গোলাপ ধোঁয়ার মেঘে পোড়া অবয়ব
বৃষ্টি হলেই রোদ চশমার স্মৃতিতে ভাসে নিঃসঙ্গতা
বৃষ্টি হলেই শূন্য বুক দীর্ঘশ্বাস নীল বরফ অনুভব
বৃষ্টি হলেই কর্মহীন দিনানুদিনের হৃদয়ের সব লেখাজোখা
বৃষ্টি হলেই সত্য গোপন নৈঃশব্দে মগ্ন হয়ে প্রগলভতা
বৃষ্টি হলেই জলের তৃষ্ণা জলের কাছে
বৃষ্টি হলেই ইচ্ছেগুলো ঝরে পড়ে মেঘ হয়ে
বৃষ্টি হলেই মেঘলা আকাশ পথহারা ভুলভুলাইয়া পথ ভুলে
বৃষ্টি হলেই চোখের থেকে জলের মেঘ গড়িয়ে নামে খোলা চুলে
বৃষ্টি হলেই অন্ধকারে সাঁতরে খুঁজি জলডাঙ্গা
বৃষ্টি হলেই কিছু স্রোত ধরে রাখা পাথরথেঁতো সময়গুলো পার হওয়া
বৃষ্টি হলেই আত্মভোলা এঁটো কথা অস্থি মজ্জায় শান বাঁধানো পুকুর ঘাট
বৃষ্টি হলেই মনের বিষাদ কুমন্ত্রনা আকাশ নীল দহন মাঠ
বৃষ্টি হলেই জোছনা ধোয়া দুঃস্বপ্ন বুনতে বুনতে মধ্যরাত
বৃষ্টি হলেই রাত ভোর নোনা কবিতা ঠোঁটে ঠোঁটে জলপ্রপাত।
- স্বপ্নময় স্বপন©
বৃষ্টি হলেই নীরবতার নিষিদ্ধ গোপন
বৃষ্টি হলেই অসমাপ্ত ছবি আঁকতে আঁকতে নেশায় বুঁদ
বৃষ্টি হলেই নৈঃশব্দের তুঁষের আগুন শান্তির ঘুম
বৃষ্টি হলেই পোড়া অবয়ব বিকেল জুড়ে কান্না দুপুর
বৃষ্টি হলেই বৃষ্টিবেলায় ভেজা বাতাসে বকুলের সুর
বৃষ্টি হলেই বিবর্ণ সব কৃষ্ণ গোলাপ ধোঁয়ার মেঘে পোড়া অবয়ব
বৃষ্টি হলেই রোদ চশমার স্মৃতিতে ভাসে নিঃসঙ্গতা
বৃষ্টি হলেই শূন্য বুক দীর্ঘশ্বাস নীল বরফ অনুভব
বৃষ্টি হলেই কর্মহীন দিনানুদিনের হৃদয়ের সব লেখাজোখা
বৃষ্টি হলেই সত্য গোপন নৈঃশব্দে মগ্ন হয়ে প্রগলভতা
বৃষ্টি হলেই জলের তৃষ্ণা জলের কাছে
বৃষ্টি হলেই ইচ্ছেগুলো ঝরে পড়ে মেঘ হয়ে
বৃষ্টি হলেই মেঘলা আকাশ পথহারা ভুলভুলাইয়া পথ ভুলে
বৃষ্টি হলেই চোখের থেকে জলের মেঘ গড়িয়ে নামে খোলা চুলে
বৃষ্টি হলেই অন্ধকারে সাঁতরে খুঁজি জলডাঙ্গা
বৃষ্টি হলেই কিছু স্রোত ধরে রাখা পাথরথেঁতো সময়গুলো পার হওয়া
বৃষ্টি হলেই আত্মভোলা এঁটো কথা অস্থি মজ্জায় শান বাঁধানো পুকুর ঘাট
বৃষ্টি হলেই মনের বিষাদ কুমন্ত্রনা আকাশ নীল দহন মাঠ
বৃষ্টি হলেই জোছনা ধোয়া দুঃস্বপ্ন বুনতে বুনতে মধ্যরাত
বৃষ্টি হলেই রাত ভোর নোনা কবিতা ঠোঁটে ঠোঁটে জলপ্রপাত।
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১০/০৮/২০১৬sundor
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৮/২০১৬বৃষ্টি হলেই ভালো লাগে।