মুদ্রাভঙ্গ
অনেকদিন ধরেই বৃষ্টির প্রতীক্ষায় অলিন্দ নিলয়ের ধার ঘেঁষে
শ্যাওলা জমে জমে আয়নায় প্রতিবিম্ব অস্পষ্ট ছায়ামুখ ভাসে
অন্তরে আমি আমিই অন্তর আর যা কিছু সবই পরিত্যক্ত খোলস
তবু স্বপ্নঘোরে ভুলে যাই সম্পর্কের স্মৃতির অনেক বেড়েছে বয়স
ভাঙনেরা খেলা করে অভিমানী নত্রদের নিবিড় আলিঙ্গনে
অস্থির চোখের প্রেমে বিনম্র অনুভব ডুবে যায় সময়ের বুকে
জিউসপ্রেমে মুগ্ধ মেণকা অঙ্গারে পোড়ে নৃত্যের নানা মুদ্রায়
সুবিধাবাদি কাকের আদলে রাজনীতি গো-গ্রাসে গিলে খায় রাষ্ট্রযন্ত্র
স্বৈরিণীর স্তনবৃন্ত কামড়ে পড়ে থাকা অর্থনীতি শেখায় বাঁচার মূলমন্ত্র
বিশ্বামিত্র শিষ্যরা শকুন্তলার বাহুনীবের উল্লোলে উকুন নিধনে ব্যস্ত
জন্মান্ধ সমাজের সামাজিক নীতি প্রণয়ন নরক কীটের উপর ন্যস্ত
মানুষের অবয়ব জুড়ে বেদনা-শিশির বিষন্ন ঘোর শুষে নেয় সর্বাঙ্গ
ভৌতিক সুর ক্রমাগত টেনে নিয়ে কৃষ্ণবিবরে রেখে যায় অজস্র ইঙ্গিত
অনন্তকালের অন্ধকারের পদস্পর্শে পিষ্ট হয়ে খুঁজেছি শান্তির সুবর্ণদ্বীপ
চিরকাম্য বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি পচাগলা শহরে একমাত্র সাথীনৈঃসঙ্গ
বৃষ্টি আসবে বলে ধুলোর মেঘের জলের নামতায় মীন প্রজাতিরমুদ্রাভঙ্গ।
-স্বপ্নময় স্বপন©
শ্যাওলা জমে জমে আয়নায় প্রতিবিম্ব অস্পষ্ট ছায়ামুখ ভাসে
অন্তরে আমি আমিই অন্তর আর যা কিছু সবই পরিত্যক্ত খোলস
তবু স্বপ্নঘোরে ভুলে যাই সম্পর্কের স্মৃতির অনেক বেড়েছে বয়স
ভাঙনেরা খেলা করে অভিমানী নত্রদের নিবিড় আলিঙ্গনে
অস্থির চোখের প্রেমে বিনম্র অনুভব ডুবে যায় সময়ের বুকে
জিউসপ্রেমে মুগ্ধ মেণকা অঙ্গারে পোড়ে নৃত্যের নানা মুদ্রায়
সুবিধাবাদি কাকের আদলে রাজনীতি গো-গ্রাসে গিলে খায় রাষ্ট্রযন্ত্র
স্বৈরিণীর স্তনবৃন্ত কামড়ে পড়ে থাকা অর্থনীতি শেখায় বাঁচার মূলমন্ত্র
বিশ্বামিত্র শিষ্যরা শকুন্তলার বাহুনীবের উল্লোলে উকুন নিধনে ব্যস্ত
জন্মান্ধ সমাজের সামাজিক নীতি প্রণয়ন নরক কীটের উপর ন্যস্ত
মানুষের অবয়ব জুড়ে বেদনা-শিশির বিষন্ন ঘোর শুষে নেয় সর্বাঙ্গ
ভৌতিক সুর ক্রমাগত টেনে নিয়ে কৃষ্ণবিবরে রেখে যায় অজস্র ইঙ্গিত
অনন্তকালের অন্ধকারের পদস্পর্শে পিষ্ট হয়ে খুঁজেছি শান্তির সুবর্ণদ্বীপ
চিরকাম্য বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি পচাগলা শহরে একমাত্র সাথীনৈঃসঙ্গ
বৃষ্টি আসবে বলে ধুলোর মেঘের জলের নামতায় মীন প্রজাতিরমুদ্রাভঙ্গ।
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৭/০৯/২০১৬Nice
-
কষ্টের ফেরিওলা ০৮/০৮/২০১৬বেশ হয়েছে