হে নারী তোমায়
হে সম্রাজ্ঞী, হে সুন্দরী, হে রমণী, জায়া জননী
হে নারী, বারংবার ফিরে ফিরে আসি তোমারি কাছে
তোমার ভিন্ন ভিন্ন রূপের নিকট সমর্পিত আমি
দহন দাহে রৌদ্র ছায়ে সিক্ত রিক্ত
ভাঙ্গিছ গড়িছ দিবস রজনী নিত্য
হে রমণী শিখিয়েছো তুমি রমণীয় রমণ
দিয়েছো উন্মাদনা মদ মত্ত যৌবন
ত্রিবিভঙ্গ অঙ্গের ভাঁজে ভাঁজে প্রতিটি বাঁকে
জানিয়েছো মোরে অলক্ষ্যে অগোচরে কামনার শিহরণ
নাভিমূল বাহুমূল পীনন্নোনত পয়োধর
কৃষ্ণকুন্তল আঁখি চঞ্চল ক্ষীণ কটিদেশ
দাম্ভিক উরু যুগল তৃর্ষ্ণাত অধরা
ডেকেছে বারবার মেতেছে যৌনতা
শুষেছে নিংড়েছে নির্বিশেষ
তোমাতেই আগমণ তোমাতে নির্গমণ
চলাচল অবিচল নিয়ম অনিয়ম
ধ্যান জ্ঞান মান তোমাতে বিলীন করে আজিকের উত্থান
নব নব ধারা জলে নিত্যদিনের স্নান সমাপণে
কোমল কঠিন সরল গরল অর্ন্তবিষে
জ্বেলেছো অনির্বাণ
তাই তো তুমিই মহান
আমার যূথবদ্ধ প্রার্থনায় জয়স্তু তোমায়।
-স্বপ্নময় স্বপন©
হে নারী, বারংবার ফিরে ফিরে আসি তোমারি কাছে
তোমার ভিন্ন ভিন্ন রূপের নিকট সমর্পিত আমি
দহন দাহে রৌদ্র ছায়ে সিক্ত রিক্ত
ভাঙ্গিছ গড়িছ দিবস রজনী নিত্য
হে রমণী শিখিয়েছো তুমি রমণীয় রমণ
দিয়েছো উন্মাদনা মদ মত্ত যৌবন
ত্রিবিভঙ্গ অঙ্গের ভাঁজে ভাঁজে প্রতিটি বাঁকে
জানিয়েছো মোরে অলক্ষ্যে অগোচরে কামনার শিহরণ
নাভিমূল বাহুমূল পীনন্নোনত পয়োধর
কৃষ্ণকুন্তল আঁখি চঞ্চল ক্ষীণ কটিদেশ
দাম্ভিক উরু যুগল তৃর্ষ্ণাত অধরা
ডেকেছে বারবার মেতেছে যৌনতা
শুষেছে নিংড়েছে নির্বিশেষ
তোমাতেই আগমণ তোমাতে নির্গমণ
চলাচল অবিচল নিয়ম অনিয়ম
ধ্যান জ্ঞান মান তোমাতে বিলীন করে আজিকের উত্থান
নব নব ধারা জলে নিত্যদিনের স্নান সমাপণে
কোমল কঠিন সরল গরল অর্ন্তবিষে
জ্বেলেছো অনির্বাণ
তাই তো তুমিই মহান
আমার যূথবদ্ধ প্রার্থনায় জয়স্তু তোমায়।
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৯/০৮/২০১৬ভালো লাগল
-
আনিসা নাসরীন ০৭/০৮/২০১৬অনেক অনেক সুন্দর
-
চপল ০৭/০৮/২০১৬ভালো লাগলো খুব
-
মোনালিসা ০৬/০৮/২০১৬খুব ভাল
-
অঙ্কুর মজুমদার ০৫/০৮/২০১৬nice1...