পরমাণু কাব্য-২৭ ৩৩ ৩৪
(২৭)
“আমার সখ্যতা বেড়ে ওঠে ভঙ্গুর সময়ের আড়ালে
নোনা কবিতার তুষ্টিহীন বিচ্যুত শব্দের খোলসদেশে
মনের ফাঁক-ফোকরে ঢুকে পড়া কথা হয়ে-অপূর্ণতার আঁধার ঘরে
বোবা আলো ভর করা জমে থাকা জীবন্ত শব্দগুলোর সাথে
পৃথিবীর পোড়ানো নিলয়ে বিষাদময় দহনের আকাশ-নীল
আকাঙ্ক্ষার চিত্রনাট্য আঁকতে আঁকতে তন্দ্রার ভেতরে ।“
স্বপ্নময় স্বপন©
(৩৩)
ভালোবাসার চেয়ে ভাল কিছু কখনোই হয়নি
ঘৃণার চেয়ে কদাকার কিছু কখনোই হয়নি
তার কিংবা আর কারো সাথে
সবটুকু মনোযোগ আটকে রেখে বাইরে যাওয়া
হৃদয় ও আত্মা দিয়ে ছয়টি ছত্র লেখা
তার কিংবা কারো জন্যে কখনোই হয়নি
থিতিয়ে গ্যাছে আগুন ও উত্তেজনা
এরপরও চেষ্টা চলবে লক্ষ গুণ
জ্বলন্ত রাখবার আমাদের অনাদিকালের
ভালোবাসার ম্রিয়মান আগুন...
স্বপ্নময় স্বপন©
(৩৪)
আমার প্রেমের গল্প মধুর মুহূর্ত চলে যায় অলক্ষ্যে
পৃথিবীর অবাধ্যতায় বেবুশ্যের রক্ত পুঁজময় ইতিহাস
রুদ্ধশ্বাস আঁধারে তালুবন্দী কালের দীর্ঘশ্বাস
নৈশব্দের যুগলবন্দিতে বিরহের নীল আগুনে
শতাব্দীর সার্বভৌম মঙ্গল শোভাযাত্রায় পোড়ে সহাস্যে
জ্যৈষ্ঠের ভেজা বাতাসে চোখে জল ঝরে
যান্ত্রিকজীবন চায়ের কাপের ধোঁয়ায় ওড়ে।
স্বপ্নময় স্বপন©
“আমার সখ্যতা বেড়ে ওঠে ভঙ্গুর সময়ের আড়ালে
নোনা কবিতার তুষ্টিহীন বিচ্যুত শব্দের খোলসদেশে
মনের ফাঁক-ফোকরে ঢুকে পড়া কথা হয়ে-অপূর্ণতার আঁধার ঘরে
বোবা আলো ভর করা জমে থাকা জীবন্ত শব্দগুলোর সাথে
পৃথিবীর পোড়ানো নিলয়ে বিষাদময় দহনের আকাশ-নীল
আকাঙ্ক্ষার চিত্রনাট্য আঁকতে আঁকতে তন্দ্রার ভেতরে ।“
স্বপ্নময় স্বপন©
(৩৩)
ভালোবাসার চেয়ে ভাল কিছু কখনোই হয়নি
ঘৃণার চেয়ে কদাকার কিছু কখনোই হয়নি
তার কিংবা আর কারো সাথে
সবটুকু মনোযোগ আটকে রেখে বাইরে যাওয়া
হৃদয় ও আত্মা দিয়ে ছয়টি ছত্র লেখা
তার কিংবা কারো জন্যে কখনোই হয়নি
থিতিয়ে গ্যাছে আগুন ও উত্তেজনা
এরপরও চেষ্টা চলবে লক্ষ গুণ
জ্বলন্ত রাখবার আমাদের অনাদিকালের
ভালোবাসার ম্রিয়মান আগুন...
স্বপ্নময় স্বপন©
(৩৪)
আমার প্রেমের গল্প মধুর মুহূর্ত চলে যায় অলক্ষ্যে
পৃথিবীর অবাধ্যতায় বেবুশ্যের রক্ত পুঁজময় ইতিহাস
রুদ্ধশ্বাস আঁধারে তালুবন্দী কালের দীর্ঘশ্বাস
নৈশব্দের যুগলবন্দিতে বিরহের নীল আগুনে
শতাব্দীর সার্বভৌম মঙ্গল শোভাযাত্রায় পোড়ে সহাস্যে
জ্যৈষ্ঠের ভেজা বাতাসে চোখে জল ঝরে
যান্ত্রিকজীবন চায়ের কাপের ধোঁয়ায় ওড়ে।
স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবজ্যোতিকাজল ০৪/০৮/২০১৬ভাল