বিন্যস্ত বিন্যাসে
বিন্যস্ত বিন্যাসে সুকঠিন নাগপাশে
সময় কাল মুহূর্ত মূর্ত বিমূর্ত বৃত্তাবদ্ধ
চরাচর চলাচল ত্রস্ত ব্যস্ত আকুল ব্যাকুল
কোলাহল শোরগোল নটঘট যান জট
ত্যক্ত বিরক্ত ঝিম লাগা রাস্তা বসে থাকে রিকসা
উৎকট ভ্যাপসা উরুমন উচাটন ভেজা ঘাম অনুপম
স্থির অস্থির সবাক অবাক নির্বাক দুটো চোখ
সুগঠিত মাংসল সুঠাম জঙ্ঘায় দৃষ্টি নিবদ্ধ
শরীরের বাঁকে বাঁকে সুগভীর নাভি মাঝে
খসে পড়ে নত্র পাঠ করে সুত্র কোমরের দোলাচলে
বিমোহিত লাবণ্যে বিগলিত অঙ্গের প্রতি খাঁজে
তীক্ষ্ণ সুডৌল স্তনবৃন্তের যুগপৎ আহ্বানে
মুগ্ধতা বৈধতা ভাবনা মনে জাগে পলকহীন আঁখিকোনে
মেঘে মেঘে ঘর্ষণে বরিষার ধারা নামে মূষল বেগে
অনাবিল আবেগে অবিরল ঝরিতে ঝরিতে উরুবুক ভিজে যায়
শরীরের আঙ্গিনায় অজানা কাঁপনে গোপন শিহরণে
থির থির কেঁপে যায় অধরায় অন্তরায় ধোঁয়া ধোঁয়া কুয়াশায়
ভেঁপু হর্ন বাঁশি কাশি হাসি সিগারেটের ধূমরাশি অব্দে
ঘড় ঘড় হর হর হৈ চৈ হৈ হৈ রৈ রৈ কত কি শব্দে
পীচময় পুঁতিময় গন্ধময় সড়কের চলমান জীবনে
লরী গাড়ি টেনে যায় চাকা ক্ষয় ঘষতে ঘষতে
ঠায় হেথা নিয়ে বোঝা দাঁড়িয়ে আমি একা দিনরাত
পূর্ণতা শূন্যতা না চাওয়া না পাওয়া কাঁদা জলে ভিজতে ভিজতে...
- স্বপ্নময় স্বপন©
সময় কাল মুহূর্ত মূর্ত বিমূর্ত বৃত্তাবদ্ধ
চরাচর চলাচল ত্রস্ত ব্যস্ত আকুল ব্যাকুল
কোলাহল শোরগোল নটঘট যান জট
ত্যক্ত বিরক্ত ঝিম লাগা রাস্তা বসে থাকে রিকসা
উৎকট ভ্যাপসা উরুমন উচাটন ভেজা ঘাম অনুপম
স্থির অস্থির সবাক অবাক নির্বাক দুটো চোখ
সুগঠিত মাংসল সুঠাম জঙ্ঘায় দৃষ্টি নিবদ্ধ
শরীরের বাঁকে বাঁকে সুগভীর নাভি মাঝে
খসে পড়ে নত্র পাঠ করে সুত্র কোমরের দোলাচলে
বিমোহিত লাবণ্যে বিগলিত অঙ্গের প্রতি খাঁজে
তীক্ষ্ণ সুডৌল স্তনবৃন্তের যুগপৎ আহ্বানে
মুগ্ধতা বৈধতা ভাবনা মনে জাগে পলকহীন আঁখিকোনে
মেঘে মেঘে ঘর্ষণে বরিষার ধারা নামে মূষল বেগে
অনাবিল আবেগে অবিরল ঝরিতে ঝরিতে উরুবুক ভিজে যায়
শরীরের আঙ্গিনায় অজানা কাঁপনে গোপন শিহরণে
থির থির কেঁপে যায় অধরায় অন্তরায় ধোঁয়া ধোঁয়া কুয়াশায়
ভেঁপু হর্ন বাঁশি কাশি হাসি সিগারেটের ধূমরাশি অব্দে
ঘড় ঘড় হর হর হৈ চৈ হৈ হৈ রৈ রৈ কত কি শব্দে
পীচময় পুঁতিময় গন্ধময় সড়কের চলমান জীবনে
লরী গাড়ি টেনে যায় চাকা ক্ষয় ঘষতে ঘষতে
ঠায় হেথা নিয়ে বোঝা দাঁড়িয়ে আমি একা দিনরাত
পূর্ণতা শূন্যতা না চাওয়া না পাওয়া কাঁদা জলে ভিজতে ভিজতে...
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০৩/০৮/২০১৬besh sundor
-
দ্বীপ সরকার ০৩/০৮/২০১৬সুন্দর।
-
দ্বীপ সরকার ০৩/০৮/২০১৬ভালো লাগলো।