পরমাণু কাব্য-৩০ ৩১ ৩২
(৩০)
ফিরে যেতে চাস যাবি যা যথা ইচ্ছে তথা
বাঁধব না বাহু ডোরে বলব না বারণের কথা
ছোঁব না চরণতলে ফেরাবার ব্যর্থ অনুরোধে
শুধু তোর শরীর বিন্দু ঢেকে দেব নৈঃশব্দ্যের জলোচ্ছ্বাসে
নগ্ন প্রেমের মায়ায় স্বপ্নঘোর নক্ষত্রপুঞ্জের অবিনস্ত্য বিন্যাসে।
- স্বপ্নময় স্বপন©
(৩১)
স্বপ্নে দেখি মানুষ স্বপ্ন দেখি মানুষকে নিয়ে
স্বপ্নের ভেতরে মানুষ স্বপ্নময় জগতে মানুষ
স্বপ্নের ভেতরে খুঁজি কষ্ট গাঁথা নিপীড়িতের
কেন্নো প্লাবিত দেশে বাঁচবার অধিকার
ক্ষুণ্ণবৃত্তির তরে খরাবৃষ্টি মিথ্যাচারণের সাথে লড়ে
ফিরে পাওয়া কোন চন্দ্রাহত কেরানীর পূর্ণচন্দ্রময়
সৌখিন সংসার।
- স্বপ্নময় স্বপন©
(৩২)
বাস্তুভিটা টিনেরচালা ফুটফাটা
অসময়ে বৃষ্টির ফোঁটা ন্যুব্জ ভুমি
ভাঙা কড়া মানুষগুলো সম্বিতহারা
লক্ষ্মীছাড়া যাপিত জীবন
লয়ে ক্ষয়ে হচ্ছে লীন সমাজ সংসার সময়হীন
ধ্বংসপ্রায় সংস্কৃতির নির্ভেজাল বিবর্তন
সোনালী ভোরের অলীক স্বপ্নে আত্মহারা
সময়ের সমুদ্রস্নানে ব্যাপৃত তবুও আজ সময়হারা।
- স্বপ্নময় স্বপন©
ফিরে যেতে চাস যাবি যা যথা ইচ্ছে তথা
বাঁধব না বাহু ডোরে বলব না বারণের কথা
ছোঁব না চরণতলে ফেরাবার ব্যর্থ অনুরোধে
শুধু তোর শরীর বিন্দু ঢেকে দেব নৈঃশব্দ্যের জলোচ্ছ্বাসে
নগ্ন প্রেমের মায়ায় স্বপ্নঘোর নক্ষত্রপুঞ্জের অবিনস্ত্য বিন্যাসে।
- স্বপ্নময় স্বপন©
(৩১)
স্বপ্নে দেখি মানুষ স্বপ্ন দেখি মানুষকে নিয়ে
স্বপ্নের ভেতরে মানুষ স্বপ্নময় জগতে মানুষ
স্বপ্নের ভেতরে খুঁজি কষ্ট গাঁথা নিপীড়িতের
কেন্নো প্লাবিত দেশে বাঁচবার অধিকার
ক্ষুণ্ণবৃত্তির তরে খরাবৃষ্টি মিথ্যাচারণের সাথে লড়ে
ফিরে পাওয়া কোন চন্দ্রাহত কেরানীর পূর্ণচন্দ্রময়
সৌখিন সংসার।
- স্বপ্নময় স্বপন©
(৩২)
বাস্তুভিটা টিনেরচালা ফুটফাটা
অসময়ে বৃষ্টির ফোঁটা ন্যুব্জ ভুমি
ভাঙা কড়া মানুষগুলো সম্বিতহারা
লক্ষ্মীছাড়া যাপিত জীবন
লয়ে ক্ষয়ে হচ্ছে লীন সমাজ সংসার সময়হীন
ধ্বংসপ্রায় সংস্কৃতির নির্ভেজাল বিবর্তন
সোনালী ভোরের অলীক স্বপ্নে আত্মহারা
সময়ের সমুদ্রস্নানে ব্যাপৃত তবুও আজ সময়হারা।
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০৩/০৮/২০১৬সুন্দর হয়েছে
-
দ্বীপ সরকার ০৩/০৮/২০১৬নাইস।।।
-
জসিম উদ্দিন জয় ০৩/০৮/২০১৬সুন্দর কাব্যিকতা ।
-
পরশ ০২/০৮/২০১৬অসাধারন