ঘোরের মধ্যে
ইদানিং একটা ঘোরের মধ্যে আছি সারাটাক্ষণ চোখে ঘোরলেগেথাকে
বাইরে থেকে কেমন যেন জাজ্বল্যমান প্রকৃতির শূন্যতা
সবুজ পল্লবের পাতা ঝরা প্রান্তরে মাতাল হাওয়া
দুপুরের কড়া রোদে বেড়ে চলে খরতাপ বৈশ্বিক উষ্ণতা
ঘোরের ভেতরে দেখি ধনতন্ত্রের বৃহৎ উৎসব কেড়ে নিচ্ছে
গরীব দেশগুলোর স্বাচ্ছন্দ্য, সমাজতন্ত্রের ভুল ব্যাখ্যা
যুবতীর ঠোঁটের রং বদলানোর মতো বদলে যাওয়া জীবনচিত্র
বসন্ত বাতাসে ফুলের সুবাসে ঘামগন্ধ অধরা উন্নয়ন
দারিদ্র্য বানিজ্যে ধ্বজ অর্থনীতির প্রমান পত্র।
ঘোরের মধ্যেই অনুভবহীন সময় অনুভুত হয় তির্যক বালিকার চোখ
ভাবাবেগ খুঁজে ফেরে ভালোবাসার কাপে প্রতিটি চুমুকে
নৈঃশব্দকে সঙ্গী করে ঘোরের মধ্যে এসে দাঁড়িয়েছি আজ
অর্ধেক জীবনের বাঁকে অপেক্ষা ওড়ে ডানা মেলে খুব নিরবে
নিজস্ব সন্ধ্যা অব্যক্ত বাসনায় ভুল স্মৃতি ব্যথিত শ্রাবণে ভরাডুবির স্বপ্ন আঁকে
আমার ছেলেবেলা তোমার ছলনা জ্বলতে থাকা নক্ষত্রের মতন
ব্যাকুল নীলের পরশে মিলিয়ে যায় বিশ্বাসের মধ্যে সর্বহারা সংশয়
গ্রীষ্ম রজনীর শেষ স্নানে মেঘ হয়ে আমার সব ইচ্ছে গুলোর আশাহীন ছায়া পতনে
আমি আমার যৌবন পরাজিত সময় হারিয়ে যাওয়া শহর অলীক ভয়
উদ্যত বিষাদের করাল ঘৃণার অমোঘ সঞ্চারণে নষ্ট হতে চলেছি
ধারাবাহিক ভাঙ্গনের তোপে মর্মে মর্মে উপলব্ধি করি স্মৃতিরআকস্মিক
অন্তর্ধানে
অতৃপ্ত জোছনার আলিঙ্গনে টের পাই,এখনো আমি ঘোরের মধ্যে রয়ে গেছি......
-স্বপ্নময় স্বপন©
বাইরে থেকে কেমন যেন জাজ্বল্যমান প্রকৃতির শূন্যতা
সবুজ পল্লবের পাতা ঝরা প্রান্তরে মাতাল হাওয়া
দুপুরের কড়া রোদে বেড়ে চলে খরতাপ বৈশ্বিক উষ্ণতা
ঘোরের ভেতরে দেখি ধনতন্ত্রের বৃহৎ উৎসব কেড়ে নিচ্ছে
গরীব দেশগুলোর স্বাচ্ছন্দ্য, সমাজতন্ত্রের ভুল ব্যাখ্যা
যুবতীর ঠোঁটের রং বদলানোর মতো বদলে যাওয়া জীবনচিত্র
বসন্ত বাতাসে ফুলের সুবাসে ঘামগন্ধ অধরা উন্নয়ন
দারিদ্র্য বানিজ্যে ধ্বজ অর্থনীতির প্রমান পত্র।
ঘোরের মধ্যেই অনুভবহীন সময় অনুভুত হয় তির্যক বালিকার চোখ
ভাবাবেগ খুঁজে ফেরে ভালোবাসার কাপে প্রতিটি চুমুকে
নৈঃশব্দকে সঙ্গী করে ঘোরের মধ্যে এসে দাঁড়িয়েছি আজ
অর্ধেক জীবনের বাঁকে অপেক্ষা ওড়ে ডানা মেলে খুব নিরবে
নিজস্ব সন্ধ্যা অব্যক্ত বাসনায় ভুল স্মৃতি ব্যথিত শ্রাবণে ভরাডুবির স্বপ্ন আঁকে
আমার ছেলেবেলা তোমার ছলনা জ্বলতে থাকা নক্ষত্রের মতন
ব্যাকুল নীলের পরশে মিলিয়ে যায় বিশ্বাসের মধ্যে সর্বহারা সংশয়
গ্রীষ্ম রজনীর শেষ স্নানে মেঘ হয়ে আমার সব ইচ্ছে গুলোর আশাহীন ছায়া পতনে
আমি আমার যৌবন পরাজিত সময় হারিয়ে যাওয়া শহর অলীক ভয়
উদ্যত বিষাদের করাল ঘৃণার অমোঘ সঞ্চারণে নষ্ট হতে চলেছি
ধারাবাহিক ভাঙ্গনের তোপে মর্মে মর্মে উপলব্ধি করি স্মৃতিরআকস্মিক
অন্তর্ধানে
অতৃপ্ত জোছনার আলিঙ্গনে টের পাই,এখনো আমি ঘোরের মধ্যে রয়ে গেছি......
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মারুফ মোহাম্মদ বদরুল ০২/০৮/২০১৬চমত্কার
-
অঙ্কুর মজুমদার ০২/০৮/২০১৬vlo.........
-
সজীব ০২/০৮/২০১৬hhhhhhhh