ব্যবধান
এখন তোমার যৌবন আর আমার বার্ধক্য
তোমার জোড়া গোলাপ ছুঁলেই
অমৃতেরই স্বাদ পেলেই
তুমি চাইলেই ঘুচে যাবে অযাচিত এই পার্থক্য
স্বপ্নময় স্বপন©
তোমার জোড়া গোলাপ ছুঁলেই
অমৃতেরই স্বাদ পেলেই
তুমি চাইলেই ঘুচে যাবে অযাচিত এই পার্থক্য
স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ০১/০৮/২০১৬
-
আনিসা নাসরীন ০১/০৮/২০১৬ছোট্ট সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৮/২০১৬সহজ হয়ে গিয়েছে।
সবুজ ফসলের মাঠে
অবুঝ সাগরের ঘাটে
সামষ্টিক স্বার্থ জড়ানো সুরের গান
মাটির সাথে মিশে যাওয়ার মন্ত্র চাই
সত্যের সনে মিথ্যার মিলন ব্যবধান
অনিন্দ্য সহজিয়া স্বপ্নময় স্বপন।।
মুহূর্ত বন্ধনে নিউরোইউরেনিয়াম
শেষ বিকেলে কবি তোমায় সালাম সালাম..........