www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা কি

ভালোবাসা মানে স্বপ্নের মরুভুমিতে নৈঃশব্দের নীল আগুন
ভালোবাসা মানে অর্থহীন মেঘ  রূপ-রস-বর্ণ-গন্ধহীন ফাগুন
ভালোবাসা মানে কল্পনা তোর পাশে অন্য কেউ আমার পাশে ফেউ
ভালোবাসা মানে যন্ত্রণা কায়াহীন ছায়া থেকেও না থাকা অনঙ্গ বউ
ভালোবাসা মানে চৈত্রের খরাবৃষ্টিতে বিশুদ্ধ ছলাকলার জলমগ্নতা
ভালোবাসা মানে মরা জোছনায় হাঁটুজলে ডুবে দেহভঙ্গির নগ্নতা
ভালোবাসা মানে শিল্পিত ক্ষমা বিবর্ণ মাকড়শাদের যুগলবন্দীনামকীর্তন
ভালোবাসা মানে কক্ষপুটের  জমাট ঘাম গন্ধে তাপে স্বপ্নঘোরঅর্ধচেতন
ভালোবাসা মানে ব্যাঙাচির প্রেম গোবরের চ্যাং আরশোলার সুড়সুড়ি
ভালোবাসা মানে এফোঁড় ওফোঁড় দাঁতের কামড় শৃঙ্গার রসের ভুরভুরি
ভালোবাসা মানে বৃষ্টির জল ভিজে চুপসে থির থির কাঁপা কিশোরী স্তন
ভালোবাসা মানে রোদ চশমায় রঙিন স্মৃতিআলেয়ার আলো বিস্মৃতপণ
ভালোবাসা মানে তোর কিশোরী কোমরের নগ্ন ভাঁজে বিচ্ছুটি ঘষাঘষি
ভালোবাসা মানে আমার শৈশব তোর বৃষ্টিবেলায় জলের সঙ্গে
দরকষাকষি
ভালোবাসা মানে তোর উদোম জমিনে যত্রতত্র আমার লাঙ্গলের ফলা
টানাটানি
ভালোবাসা মানে বিষাদ দহনে পোড়ানো নিলয়ে রতিক্লান্ত মাছিদের
কানাকানি
ভালোবাসা মানে স্বপ্নান্ধ চোখে নদীর ঢেউ নোনা কবিতা রাতের কাঁধে
আষাঢ়ে বিকেল
ভালোবাসা মানে তোর ঠোঁটের কোনায় কালো তিল নেশাগ্রস্থ
উষ্ণশ্বাসের ভানুমতি খেল
ভালোবাসা মানে দৃশ্যহীন চোখে রোদের বর্ষায় কাঙ্ক্ষিত স্বপ্ন শবের
পসরা সাজানো ঝাঁকা
ভালোবাসা মানে অবসাদময় বিষাদ রসিত নীল আঁধারে ভগ্ন প্রদীপ
নিভু নিভু করে জ্বলা ।
                     - স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোনালিসা ০১/০৮/২০১৬
    অনেক ভাল
  • অঙ্কুর মজুমদার ৩১/০৭/২০১৬
    vlo........
 
Quantcast