বিমূর্ত প্রশ্ন
বিধবস্ত সময়ের লোনা তরঙ্গে আদিম আকাঙ্খার দৃশ্যহীন সখ্যতা
দৃষ্টির অঙ্গারে পুড়ে পুড়ে কৃষ্ণরাতের গহ্বরে বোধের বিভাজনে
হরিদাসীরা অনাথ অপেক্ষমান নিজেকে বিসর্জনে
ভয়াল অন্ধকার অভিজ্ঞতা শেখায় কিভাবে বেড়ে ওঠে
অন্ধকারে পবিত্র নরক!
এই শতাব্দিতেও স্বপ্নের ব্যবচ্ছেদ চলে প্রেমিকের চোখে
আড়ালে ধ্বংসকামী মনোবৃত্তির ধারক
আজও নিনাদে কাঁপে হরিদাসীদের পারদ ছেঁড়া চোখ
আজন্ম লালিত স্বপ্নের বোবা কান্নায়
সভা-সেমিনারে বিবেক-আদর্শ সততার কথা বলে সভ্য সমাজ
মোম শরীর গলে যায় রাতের টেবিলে
নগ্নবুকে আঁচড় কেটে আশা দেয় অধিকারের
দেখিয়ে যায় সমতার স্বপ্ন-
বৃত্তাবদ্ধ সময় হাসে আত্ম প্রতারণায়।
বিশুদ্ধ জোছনায় স্বপ্নঘোর জলরাত্রির নূপুর ঝংকারে
নিশুতি রাতের অভিসারে তারা খুঁজে ফেরে জন্মসুত্র
তানপুরাতে একটানা সুরে বাজতেই থাকে
চিরচেনা সেই প্রশ্ন...
- স্বপ্নময় স্বপন©
দৃষ্টির অঙ্গারে পুড়ে পুড়ে কৃষ্ণরাতের গহ্বরে বোধের বিভাজনে
হরিদাসীরা অনাথ অপেক্ষমান নিজেকে বিসর্জনে
ভয়াল অন্ধকার অভিজ্ঞতা শেখায় কিভাবে বেড়ে ওঠে
অন্ধকারে পবিত্র নরক!
এই শতাব্দিতেও স্বপ্নের ব্যবচ্ছেদ চলে প্রেমিকের চোখে
আড়ালে ধ্বংসকামী মনোবৃত্তির ধারক
আজও নিনাদে কাঁপে হরিদাসীদের পারদ ছেঁড়া চোখ
আজন্ম লালিত স্বপ্নের বোবা কান্নায়
সভা-সেমিনারে বিবেক-আদর্শ সততার কথা বলে সভ্য সমাজ
মোম শরীর গলে যায় রাতের টেবিলে
নগ্নবুকে আঁচড় কেটে আশা দেয় অধিকারের
দেখিয়ে যায় সমতার স্বপ্ন-
বৃত্তাবদ্ধ সময় হাসে আত্ম প্রতারণায়।
বিশুদ্ধ জোছনায় স্বপ্নঘোর জলরাত্রির নূপুর ঝংকারে
নিশুতি রাতের অভিসারে তারা খুঁজে ফেরে জন্মসুত্র
তানপুরাতে একটানা সুরে বাজতেই থাকে
চিরচেনা সেই প্রশ্ন...
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।